শনিবার, ৪ঠা মে, ২০২৪ খ্রিস্টাব্দ ২১শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বিমানবন্দর সড়কের ঝোপের মধ্যে মিললো নবজাতক!

news-image

অনলাইন ডেস্ক : রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সড়কের ঝোপের মধ্যে থেকে একটি মেয়ে নবজাতককে উদ্ধার করা হয়েছে। বর্তমানে ঢাকা মেডিকেলে ভর্তি শিশুটি সুস্থ আছে বলে জানিয়েছেন চিকিৎসক।

সোমবার সকালের দিকে এ ঘটনা ঘটে। কে বা কারা ফেলে গেছে একদিন বয়সী শিশুটিকে খুঁজে বের করার চেষ্টা করছে পুলিশ।

জানা গেছে, বিমানবন্দর সড়কের পাশের একটি ঝোপে ফুটফুটে এ নবজাতকটি ফেলে যায় কে বা কারা। কান্না শুনে এগিয়ে আসে অনেকেই। এ সময় বাচ্চাটিকে পরম যত্নে কোলে তুলে নেন বিমানের বলাকা অফিসের পরিচ্ছন্নতাকর্মী জোহরা আক্তার নামে এক নারী। পরে পুলিশকে খবর দেন তিনি, স্বামীর সহায়তায় বাচ্চাটিকে নিয়ে আসেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে।
বাচ্চাটি এখন সুস্থ তবে, দীর্ঘক্ষণ পড়ে থাকার কারণে পিঁপড়া আর পোকা মাকড়ে কামড়ের দাগ শরীর জুড়ে রয়েছে। ঢাকা মেডিকেলই আপাতত ঠিকানা হতভাগা এ নবজাতকটির।

উদ্ধারকারী জহুরা ও মাসুদ দম্পতিও নিঃসন্তান। বাচ্চাটির দায়িত্ব নিতে আগ্রহী তারা। চিকিৎসা শেষে পরবর্তী পদক্ষেপ নেয়া হবে জানিয়েছে পুলিশ। গণমাধ্যমকে এ বিষয়টি নিশ্চিত করেন ঢাকা মেডিকেলের পুলিশ পরিদর্শক বাচ্চু মিয়া।

এ জাতীয় আরও খবর