শনিবার, ৪ঠা মে, ২০২৪ খ্রিস্টাব্দ ২১শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

আশা হয়ে থাকলেন সাকিব-লিটন

news-image

স্পোর্টস ডেস্ক : টস জিতে আগে ব্যাট করতে নেমে তামিম ইকবালকে শুরুতে হারিয়ে চাপে পড়া বাংলাদেশ লড়াইয়ে থাকতে পারছে আরেক ওপেনার সাদমান ইসলামের কল্যাণে। তার গড়ে দেয়া ভিতে দাঁড়িয়ে বড় সংগ্রহের আশা দেখাচ্ছেন সাকিব আল হাসান এবং লিটন দাস।

চট্টগ্রামে প্রথম টেস্টের প্রথম দিন ৫ উইকেট হারিয়ে বাংলাদেশ তুলেছে ২৪২ রান। সাদমান ছাড়া কোনো ব্যাটসম্যান এদিন অর্ধশতক পাননি। ৩৯ রান করা সাকিবের সঙ্গে উইকেট লিটন দাস। তিনি অপরাজিত ৩৪ রানে।

৫৯ রান করা সাদমানের ইনিংসটা হতে পারত আরও দীর্ঘ। হয়নি আম্পায়ারের সিদ্ধান্ত মেনে নেয়ায়। তিন তিনটি অক্ষত রিভিউ থাকতেও চুপ ছিলেন। ননস্ট্রাইকে থাকা অভিজ্ঞ মুশফিকুর রহিমও তাকে উৎসাহিত করেননি। শেষ পর্যন্ত এলবিডব্লিউ হয়ে ফিরতে হয় টাইগার তারকাকে।

রিভিউ নেয়ার নির্ধারিত সময় পেরিয়ে যাওয়ার পর রিপ্লেতে দেখা যায় বাঁহাতি স্পিনার জোমেল ওয়ারিকেনের ডেলিভারিটি লেগ স্টাম্পের অনেকটা বাইরে দিয়ে চলে যেত।

প্রথম সেশনে দুই উইকেট হারানো বাংলাদেশের দ্বিতীয় সেশনেও পড়ে দুই উইকেট।

শুরুর সেশনে থিতু হওয়ার আগেই সাজঘরে ফিরে যান তামিম ইকবাল। টাইগার ওপেনার ৯ রান করে বোল্ড হন পেসার কেমার রোচের বলে।

নাজমুল হোসেন শান্তকে নিয়ে দলীয় পঞ্চাশ পার করেন সাদমান। লাঞ্চ বিরতিতে যাওয়ার কিছু আগে ভুল বোঝাবুঝিতে রানআউট হয়ে যান শান্ত। তরুণ ব্যাটসম্যান করে যান ২৫ রান।

লাঞ্চ থেকে ফিরে ওয়ারিকেন বলে শর্ট লেগে ক্যাচ দিয়ে ফেরেন অধিনায়ক মুমিনুল হক। ৯৭ বল খেলে করে যান ২৬ রান।

পঞ্চম উইকেটে সাকিবের সঙ্গে মুশফিক দিনের সর্বোচ্চ ৫৯ রানের জুটি গড়েন। ১৯৩ রানের মাথায় থামে জুটিটি। ৬৯ বলে ৩৮ করে বিদায় নেন মুশফিক।

প্রস্তুতি ম্যাচে ভালো করা রাকিমকে এদিন উইকেট দেননি স্বাগতিকেরা। সফরকারীদের সফল বোলার ওয়ারিকেন। তিনটি উইকেট নেন তিনি।

এ জাতীয় আরও খবর