শনিবার, ৪ঠা মে, ২০২৪ খ্রিস্টাব্দ ২১শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

মোজা পরলেই পায়ে গন্ধ হচ্ছে? জেনে নিন মুক্তির উপায়

news-image

অনলাইন ডেস্ক : শীত থেকে বাঁচতে সবাই মোজা পড়ছে। যারা অন্য সময় পরে না তারাও এই সময়ে শীত নিবারণে মোজা পরছে। তবে অনেকের পায়েই মোজা পরলে গন্ধ হয়। এজন্য লোকজনের সামনে মান সম্মানেরও হানি হয়। আবার পা ঘেমে গেলেও লোকচক্ষুর ভায়ে জুতা খুলতে পারেন না অনেকে। যাদের পায়ে এমন গন্ধ হয় কিছু বিষয় মেনে চললে সহজে এই গন্ধ থেকে মুক্তি পাওয়া সম্ভব।

১.জুতোর মধ্যে সামান্য বেকিং সোডা লাগিয়ে রাখুন নিন। পরদিন জুতোর ওই অংশটি মুছে পরিষ্কার করে জুতা পরুন। দুর্গন্ধ থাকবে না। তবে চামড়ার জুতার ক্ষেত্রে কখনো বেকিং সোডা ব্যবহার করবেন না।

২.ব্যবহৃত মোজায় ২ টেবিল চামচ বেকিং সোডা রেখে বেঁধে জুতায় রেখে দিতে পারেন। পরেরদিন সেই মোজায় দেখবেন কোন গন্ধ নেই।

৩.জুতোর মধ্যে এক টুকরো ফেব্রিক সফটনার রেখে দিন রাতে। পরদিন সেটি বের করে জুতো পরুন। গন্ধ একেবারে নেই হয়ে যাবে।

৪.স্নিকারস দুর্গন্ধমুক্ত রাখতে মাঝে মাঝে সামান্য লবণ ছিটিয়ে দিন। এক টুকরো কাপড় বা তুলা লবঙ্গ তেলে ভিজিয়ে জুতার মধ্যে রেখে দিন সারারাত। এতে করে জুতার দুর্গন্ধ দূর হবে।

৫.কয়েকটি লবঙ্গও ফেলে রাখতে পারেন। এছাড়া ব্যবহৃত টি ব্যাগ জুতার মধ্যে রেখে দিন। ঘন্টাখানেক পর টি ব্যাগ সরিয়ে ফেলুন।

সূত্র: জি নিউজ

 

এ জাতীয় আরও খবর