শনিবার, ১৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

আন্তর্জাতিক ক্রিকেট ছাড়লেন আমির

news-image

স্পোর্টস ডেস্ক : পাকিস্তানের নিউজিল্যান্ড সফরের দলে জায়গা হয়নি মোহাম্মদ আমিরের। দল থেকে বাদ পড়ে প্রকাশ্যেই জানিয়েছিলেন হতাশার কথা। অভিমানে জাতীয় দলের হয়ে আন্তর্জাতিক ক্রিকেট খেলবেন না বলেও জানিয়েছেন ২৮ বছর বয়সী এই পেসার। সংবাদ বিজ্ঞপ্তিতে এমনটাই জানিয়েছেন পিসিবি।

পিসিবির প্রধান নির্বাহী মোহাম্মদ আমিরকে ফোন করলে আমির জানিয়েছেন, আন্তর্জাতিক ক্রিকেটে তার আর খেলার ইচ্ছে নেই। তাকে আন্তর্জাতিক সিরিজের জন্য বিবেচনা না করতে না বলেছেন।

পাকিস্তানের একটি টিভি চ্যানেলকে দেয়া সাক্ষাতকারে আমির বলেন, ‘এই টিম ম্যানেজমেন্টের অধীনে আর খেলতে চাই না। তারা মানসিকভাবে আমাকে আঘাত করেছে। বর্তমান পরিস্থিতির (দল থেকে বাদ পড়ার বিষয়টি) সঙ্গে আমি আর লড়াই চালিয়ে যেতে পারছি না।’

আমির বলছেন, “আমি ক্রিকেট থেকে দূরে যাচ্ছি না৷ কিন্তু এখানকার পরিবেশটা ঠিক নেই৷ যে ভাবে আমাকে সাইডলাইন করা হচ্ছে তাতে করে আমি বুঝতে পারছি, এটাই আমার সিদ্ধান্ত নেওয়ার সময়৷ ৩৫ জনের স্কোয়াডেও আমার জায়গা হল না৷! মনে হয় না, এই ম্য়ানেজমেন্টের অধীনে আমি ক্রিকেট খেলতে পারব৷ ২০১০-২০১৫ পর্যন্ত অনেক যন্ত্রণা সহ্য করেছি৷ আমি খেলা থেকে দূরে ছিলাম৷ নিজের ভুলের শাস্তিও ভোগ করেছি৷ কিন্তু এই মানসিক যন্ত্রণা আর নিতে পাচ্ছি না আর৷”

আমির জানিয়েছেন, ম্যানেজমেন্টের ওপর তার ক্ষোভ আছে ঠিকই৷ কিন্তু পিসিবি চেয়ারম্যান নাজাম শেঠী ও সাবেক অধিনায়ক শহিদ আফ্রিদিকে তিনি ধন্যবাদ জানিয়েছেন তার পাশে থাকার জন্য৷

২০০৯ সালে ১৭ বছর বয়সে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক করা আমির ১৪টি টেস্ট খেলে ১৫টি উইকেট পান৷ আন্তর্জাতিক ক্রিকেটে ঝড় তুলে দিয়েছিলেন আগুনে গতি আর সুইংয়ে৷ কিন্তু এর পরের বছরেই লর্ডসে স্পট-ফিক্সিং করে পাঁচ বছর ক্রিকেট থেকে নির্বাসিত থাকেন তিনি৷ ২০১৬ সালে ফের আন্তর্জাতিক ক্রিকেটে প্রত্যাবর্তন করে তিনি বুঝিয়ে দেন যে, তার মধ্যে আজও ক্রিকেট বাকি রয়েছে৷ ২০১৭তে পাকিস্তানকে চ্যাম্পিয়ন্স ট্রফি জেতান তিনি৷ এক তরফা ফাইনালে ভারতের টপ অর্ডার একাই ধসিয়ে দিয়ে ম্যাচের নায়ক হয়ে যান৷

আমির দেশের হয়ে ৩৬টি টেস্ট, ৬১টি ওয়ানডে ও ৫০টি টি-২০ ম্যাচ খেলে ২৫০-এর ওপর উইকেট পান৷

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহারে পিছিয়ে বাংলাদেশের নারীরা

জালভোট পড়লেই কেন্দ্র বন্ধ হবে : ইসি হাবিব

‘ডেঙ্গু আক্রান্তের সংখ্যা নিয়ে মেয়র তাপস মনগড়া বক্তব্য দিয়েছেন’

কানে উত্তাপ ছড়াচ্ছেন লাস্যময়ী ভাবনা

পশুর জন্য প্রাকৃতিক খাদ্যের উৎপাদন বাড়াতে হবে: প্রাণিসম্পদ মন্ত্রী

নরসিংদীতে বজ্রপাতে মা-ছেলেসহ নিহত ৪

জাতি-ধর্ম নির্বিশেষে কেউ যেন বৈষম্যের শিকার না হন : রাষ্ট্রপতি

রাঙামাটিতে ইউপিডিএফ কর্মীসহ দু’জনকে গুলি করে হত্যা

ওবায়দুল কাদেরের প্রশ্ন; সাংবাদিকরা বাংলাদেশ ব্যাংকে ঢুকবে কেন

ব্রাহ্মণবাড়িয়ায় লিচুর বাগান পরিচর্যায় ব্যস্ত মালিকরা, আশানুরুপ ফলনের আশা

প্রশংসার পর সমালোচনা, কানে আলোচনায় ঐশ্বরিয়া

তাইওয়ানের পার্লামেন্টে তুমুল হাতাহাতি (ভিডিও)