রবিবার, ১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

ফেসবুকের বিরুদ্ধে ফের মামলা

news-image

অনলাইন ডেস্ক : ফের একবার মামলার সম্মুখীন হতে হলো জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুককে। এবার ফেসবুকের বিরুদ্ধে মামলা করল অস্ট্রেলিয়ান কম্পিটিশন অ্যান্ড কনজ্যুমার কমিশন (এসিসিসি)। তাদের অভিযোগ, সম্মতি ছাড়া গ্রাহকের ডেটা সংগ্রহ করছে ফেসবুক।

এর আগে অবৈধভাবে গ্রাহকের ডেটা ব্যবহার করে বাজার আধিপত্য ধরে রাখা এবং হোয়াটসঅ্যাপ ও ইনস্টাগ্রামের মতো প্রতিষ্ঠানকে অধিগ্রহণের অভিযোগ এনে মামলা করে মার্কিন ফেডারেল ট্রেড কমিশন (এফটিসি)।

গতকাল বুধবার (১৬ ডিসেম্বর) অস্ট্রেলিয়ান প্রতিষ্ঠান এসিসিসির চেয়ারম্যান রড সিমস জানান, মার্কিন ফেডারেল ট্রেড কমিশন (এফটিসি) প্রতিযোগিতার বিষয়গুলো খুঁজছে। আর ভোক্তার দিকটা দেখছে এসিসিসি। তাদের প্রতিষ্ঠানের করা সাম্প্রতিক মামলাগুলো পর্যালোচনা করে এসিসিসির অবস্থান রক্ষা করা হবে বলেও জানান রড সিমস।

এ জাতীয় আরও খবর