বৃহস্পতিবার, ৯ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ ২৬শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

টস জিতে ফিল্ডিংয়ে তামিমের দল

news-image

স্পোর্টস ডেস্ক : বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের লিগ পর্বের ম্যাচ শেষ। আজ সোমবার থেকে মাঠে গড়িয়েছে নকআউট পর্বের খেলা। নকআউট পর্বের এলিমিনেটর ম্যাচে মুখোমুখি হয়েছে ফরচুন বরিশাল ও বেক্সিমকো ঢাকা।

গুরুত্বপূর্ণ ম্যাচটিতে টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বরিশাল অধিনায়ক তামিম ইকবাল। ম্যাচটি শুরু হয়েছে দুপুর সাড়ে ১২টায়। ম্যাচটি সরাসরি দেখাচ্ছে টি-স্পোর্টস।

এই ম্যাচের জয়ী দল উঠবে কোয়ালিফায়ার রাউন্ডে। আর হারলে আজই বিদায় নিতে হবে টুর্নামেন্ট থেকে। তাই দুই দলের জন্যই জয় ছাড়া বিকল্প নেই।

টুর্নামেন্টে আট ম্যাচ খেলে চারটিতে জয়ে আট পয়েন্ট নিয়ে টেবিলের তিনে আছে মুশফিকুর রহিমের ঢাকা। অন্যদিকে সমান ম্যাচ খেলে শেষ ম্যাচের জয়ে নকআউট পর্ব নিশ্চিত করা বরিশাল আছে চতুর্থতে।

দিনের আরেক ম্যাচে প্রথম কোয়ালিফায়ারে মুখোমুখি হবে আসরের দুই হেভিওয়েট দল জেমকন খুলনা ও গাজী গ্রুপ চট্টগ্রাম। ওই ম্যাচের জয়ী দল সরাসরি খেলবে ফাইনালে। আর পরাজিত দল দ্বিতীয় কোয়ালিফায়ারে খেলে ফাইনালে যাওয়ার আরেকটি সুযোগ পাবে। ম্যাচটি মাঠে গড়াবে বিকেল সারে ৪টায়। দ্বিতীয় কোয়ালিফায়ার হবে আগামী ১৫ ডিসেম্বর। ১৮ ডিসেম্বর হবে ফাইনাল।

ফরচুন বরিশাল : তামিম ইকবাল, তাসকিন আহমেদ, আফিফ হোসেন, ইরফান শুক্কুর, মেহেদী হাসান মিরাজ, আবু জায়েদ রাহি, তৌহিদ হৃদয়, তানভীর ইসলাম, সুমন খান, সাইফ হাসান, আমিনুল ইসলাম বিপ্লব, মাহিদুল ইসলাম অঙ্কন, পারভেজ হোসেন ইমন, কামরুল ইসলাম রাব্বি, আবু সায়েম ও সোহরাওয়ার্দি শুভ।

বেক্সিমকো ঢাকা : মুশফিকুর রহিম, রুবেল হোসেন, তানজিদ হাসান তামিম, নাসুম আহমেদ, মোহাম্মদ নাঈম শেখ, নাঈম হাসান, আকবর আলী, শাহাদাত হোসেন দীপু, ইয়াসির আলী রাব্বি, সাব্বির রহমান, মেহেদি হাসান রানা, মুক্তার আলী, শফিকুল ইসলাম, আবু হায়দার রনি, পিনাক ঘোষ ও রবিউল ইসলাম রবি।

এ জাতীয় আরও খবর

৪৮ বছরে বিদেশ গেছেন এক কোটি ৬৩ লাখ ১২ হাজার ৩২৪ জন

উপজেলায় শান্তিপূর্ণ ভোটে উপস্থিতি সন্তোষজনক : কাদের

জামিন পেলেন জবি শিক্ষক দ্বীন ইসলাম

৫৮ বলে ১৬৭, বিনা উইকেটে জিতল হায়দরাবাদ

প্রথম ধাপের উপজেলা নির্বাচনে জয়ী হলেন যারা

জুলাইয়ের প্রথম সপ্তাহে বেইজিং যাবেন প্রধানমন্ত্রী

ঢাকায় ভারতের পররাষ্ট্রসচিব বিনয় কোয়াত্রা

পণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি অনেকাংশে সংযত করতে পেরেছি; সংসদে প্রধানমন্ত্রী

পুলিশ হেফাজতে মৃত্যু : ওসি, ডাক্তার ও জেল সুপারের বিরুদ্ধে মামলা

দুই পোলিং এজেন্টসহ তিনজনকে কারাদন্ড

ওমরাহ পালন শেষে দেশে ফিরলেন মির্জা ফখরুল

ফিলিস্তিনিদের দুর্দশা কমাতে মুসলিম দেশগুলোর ঐক্য প্রয়োজন : প্রধানমন্ত্রী