সোমবার, ২০শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

প্রধানমন্ত্রী কাজের মাধ্যমে প্রমাণ করেছেন ইসলামের প্রতি তার কতটা দরদ : ধর্ম প্রতিমন্ত্রী

news-image

নিউজ ডেস্ক : ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান বলেছেন, প্রধানমন্ত্রী কাজের মাধ্যমে প্রমাণ করেছেন ইসলামের প্রতি তার কতটা দরদ রয়েছে।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা কওমি মাদরাসার সনদের স্বীকৃতি দিয়ে দাওরায়ে হাদিসকে মাস্টার্সের সমমান দিয়েছেন। শত শত এবতেদায়ি মাদরাসাকে এমপিওভুক্ত করেছেন। দেশের প্রতিটি জেলা ও উপজেলায় একটি করে মোট ৫৬০টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণ করছেন। একই সাথে অসংখ্য ওলামায়ে কেরামের কর্মসংস্থানের সুযোগ তৈরি করেছেন।

ধর্ম প্রতিমন্ত্রী বলেন, সরকার ও ওলামায়ে কেরামের মাঝে ভুল বোঝাবুঝির কোনো সুযোগ নেই। কোনো সমস্যা হলে তা আলাপ-আলোচনা করেই সমাধান করা যায়।

তিনি বলেন, ওলামায়ে কেরামের সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অতীতে যে সুসম্পর্ক ছিল, বর্তমানেও সে সুসম্পর্ক বিদ্যমান রয়েছে।

সোমবার জামালপুরের ইসলামপুর জামেয়া আশরাফিয়া হোসাইনিয়া মাদরাসায় ওলামায়ে কেরাম এবং মাদরাসার ছাত্রদের উদ্দেশ্যে দেয়া বক্তব্যে এসব বলেন তিনি।

প্রতিমন্ত্রী বলেন, যে কোনো উগ্রপন্থা কিংবা উগ্ররাজনীতি দেশ ও মানুষের ক্ষতি ছাড়া কোনো কল্যাণ করতে পারে না। উগ্রপন্থার সুযোগ নিয়ে কেউ যাতে দেশের শান্তিপূর্ণ পরিবেশ নষ্ট করতে না পারে সে বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে। প্রকৃত আলেমরা কখনো উগ্রবাদকে সমর্থন করেন না।

আশরাফুল উলুম হোসাইনিয়া মাদরাসার পরিচালনা কমিটির সহসভাপতি মাহমুদুলের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য দেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব মো. মাহবুবুর রহমান, ইসলামপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান জামাল আব্দুস নাসের, উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম মাজহারুল ইসলাম প্রমুখ।

খবর: ইউএনবি।

 

এ জাতীয় আরও খবর

উপজেলা নির্বাচনের দ্বিতীয় ধাপে ১১৬ কোটিপতি প্রার্থী : টিআইবি

পাওয়া গেছে ইরানের প্রেসিডেন্টকে বহনকারী হেলিকপ্টার

হেলিকপ্টার বিধ্বস্তে ইরানের প্রেসিডেন্টের মৃত্যুর শঙ্কা

কোভ্যাক্সিনের টিকায়ও হচ্ছে ভয়ঙ্কর পার্শ্বপ্রতিক্রিয়া!

রোহিঙ্গাদের প্রত্যাবাসনের স্থায়ী সমাধান জরুরি : পররাষ্ট্রমন্ত্রী

এক পা জেলে রেখেই রাজনীতি করি আমরা, প্রিজন ভ্যান থেকে ইশরাক

সারা দেশে টানা ৩ দিন হতে পারে বৃষ্টি

কালশীর সড়কে যান চলাচল শুরু

ব্যবসায়ীকে হত্যার দায়ে সাতজনের মৃত্যুদণ্ড, সাতজনের যাবজ্জীবন

সোনার ভ‌রি এক লাখ সাড়ে ১৯ হাজার ছাড়াল

আছড়ে পড়ল ইরানের প্রেসিডেন্টকে বহনকারী হেলিকপ্টার

নববধূর সাজে ইধিকা, বিয়ে করেছেন শাকিবের প্রিয়তমা?