রবিবার, ২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ ১৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

পদ্মায় জেলেদের জালে ধরা পড়ল ২৪ কেজির বাঘা আইড়

news-image

মুন্সীগঞ্জ প্রতিনিধি : পদ্মায় জেলেদের জালে ধরা পড়া একটি বিরল প্রজাতির বাঘা আইড় মাছ বিক্রি হয়েছে ৩৪ হাজার টাকায়। আজ সোমবার সকালে মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার মাওয়া মৎস্য আড়তে ২৪ কেজি ১০০ গ্রামের ওজনের এ মাছটি ডাকের মাধ্যমে ৩৩ হাজার টাকায় বিক্রি হলেও পরে এটি ঢাকার এক পাইকার ৩৪ হাজার টাকায় কিনে নেয়।

জানা যায়, সোমবার ভোরে শরীয়তপুর এলাকার পদ্মা নদী থেকে জেলে জাকির হেসেনের জালের ধরা পরে বড় আকারের বিরল প্রজাতির এ বাঘা আইড় মাছটি। সকালে মাছটি মাওয়া মৎস্য আড়তে আনা হয় বিক্রির জন্য। এ সময় জাকির হোসেন মাছটি পাইকারী ক্রেতা মো. রাজিব নামের এক ব্যবসায়ীর কাছে মাছটি ডাকে বিক্রি করেন ৩৩ হাজার টাকায়। মাওয়া এলাকার ওই পাইকারী ক্রেতা ২৪ কেজি ১০০ গ্রাম ওজনের ওই বাঘা আইড় মাছটি ১ হাজার টাকা লাভে ৩৪ হাজার টাকায় ঢাকার এক ব্যবসায়ীর নিকট বিক্রি করে দেন।

মাওয়া পাইকারী মৎস্য আড়তের নাদিম মৎস্য আড়তের মালিক মো. জালাল মিয়া জানায়, রবিবার ভোর রাতে লৌহজং উপজেলার ডহড়ি গ্রামের মো. জাকির হোসেনের জালে এ মাছটি ধরা পড়ে শরীয়তপুর এলাকার পদ্মা নদীতে। মধ্যরাত থেকেই মাঝপদ্মায় নৌকা নিয়ে জাল ফেলেন জেলে মো. জাকির হোসেন। এ সময় ভোর রাতের দিকে হঠাৎ করে জালে আটকা পড়ে এ বিরল বাঘা আইড় মাছটি। এক পর্যায়ে মৎস্য শিকারীরা বহু কষ্টে মাছটি টেনে নৌকায় তুলতে সক্ষম হন। পরবর্তীতে সকাল সাড়ে ৬টায় জেলেরা মাছটি বিক্রির উদ্দেশ্যে আমার আড়তে নিয়ে আসে। এ সময় উৎসুক ক্রেতা-বিক্রেতারা ওই আড়তে ভিড় জমায়। আড়তে ২৪ কেজি ১০০ গ্রাম ওজনের এ মাছটির দাম ৩৩ হাজার টাকা ওঠে। তাৎক্ষণিকভাবে কিছু টাকা লাভের আশায় খুচরা বিক্রেতারা মাছটি এ দামে ডাকে কিনে নিয়ে ঢাকার পাইকারদের কাছে ৩৪ হাজার টাকায় বিক্রি করে দেন।

আড়তের জেলেরা জানান, এ সাইজের বাঘা আইড় মাছ সচরাচর পদ্মায় মেলে না। দীর্ঘদিন ধরে আড়তে এ সাইজের বিরল প্রজাতির বাঘা আইড় মাছ আমরা দেখিনি।