শনিবার, ৪ঠা মে, ২০২৪ খ্রিস্টাব্দ ২১শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

করোনায় আক্রান্ত হলেন সিমোনা হালেপ

news-image

স্পোর্টস ডেস্ক : টেনিসে মেয়েদের বিশ্ব র‌্যাঙ্কিংয়ে দুই নম্বরে থাকা সিমোনা হালেপ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। শনিবার বিকেলে টুইট বার্তায় নিজেই এই খবর জানিয়েছেন রোমানিয়ান তারকা।

২৯ বছর বয়সী হালেপ লিখেন, ‘কেমন আছেন সবাই? আমি সবাইকে জানাতে চাই, কোভিড-১৯ পরীক্ষায় আমি পজিটিভ হয়েছি।’

মৃদু উপসর্গ থাকলেও সেটি কাটিয়ে উঠেছেন বলে জানান হালেপ। লিখেছেন, ‘বাড়িতে সেলফ-আইসোলেশনে আছি এবং মৃদু উপসর্গ থেকে সেরে উঠছি। আমি ভালো বোধ করছি… সবাই মিলে আমরা এই অবস্থা কাটিয়ে উঠব।’

হালেপ ২০১৮ সালে ফ্রেঞ্চ ওপেন ও ২০১৯ সালে উইম্বলডন জয় করেন। সাবেক এই নাম্বার ওয়ান তারকা করোনা প্রাদুর্ভাবের মাঝে স্বাস্থ্য ঝুঁকি এড়াতে এ বছর ইউএস ওপেনে অংশ নেননি। ফ্রেঞ্চ ওপেনে শীর্ষ বাছাই হিসেবে অংশ নিলেও চতুর্থ রাউন্ডে হেরে যান ইগা সোয়িনটেকের কাছে। পরে সোয়িনটেক-ই জিতে নেন শিরোপা।

মেয়েদের ডব্লিউটিএ ট্যুরের সূচিতে অস্ট্রিয়ায় ৯ নভেম্বর থেকে টুর্নামেন্ট রয়েছে। তবে হালেপ ফ্রেঞ্চ ওপেন থেকে বিদায়ের পরই জানিয়ে দেন, ২০২০ মৌসুম শেষ তার।

এ জাতীয় আরও খবর