রবিবার, ১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

করোনার টিকা ডিসেম্বরে আসতে পারে : ফাউসি

news-image

অনলাইন ডেস্ক : নিরাপদ ও কার্যকর প্রমাণিত হলে এ বছরের শেষে যুক্তরাষ্ট্রে করোনার টিকা পাওয়া যেতে পারে বলে যুক্তরাষ্ট্রের শীর্ষ সংক্রামক রোগ বিশেষজ্ঞ অ্যান্থনি ফাউসি আশা প্রকাশ করেছেন।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসিকে তিনি জানান, টিকার প্রথম ডোজটি সীমিত আকারে মানুষকে দেওয়া হবে। ফলে সবার কাছে পৌঁছাতে আরও কয়েক মাস লাগবে।

প্রতিদ্বন্দ্বী প্রার্থী জো বাইডেনের সঙ্গে টিভি বিতর্কে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, এ বছরের শেষে করোনার টিকা আসবে।

এ বিষয়ে ফাউসির কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, ‘তিনি (ট্রাম্প) টিকার গ্যারান্টি দিচ্ছেন না। তবে এ বছরের শেষে টিকা আসবে।’

হোয়াইট হাউসের করোনা টাস্কফোর্সের এ উপদেষ্টা আরও বলেন, ‘নভেম্বরের শেষে আমরা জানতে পারব টিকা কার্যকর ও নিরাপদ কি না।’

তিনি বলেন, ‘ডিসেম্বরের মধ্যে যে পরিমাণ কার্যকর টিকা পাওয়া যাবে, তা সহজলভ্য করাটা যথেষ্ট নয়। সবার জন্য টিকা সহজলভ্য করতে ২০২১ সালের কয়েক মাস পর্যন্ত অপেক্ষা করতে হবে।’

ফাউসি বলেন, ‘প্রথমে স্বাস্থ্যকর্মীদের করোনা টিকা দেওয়া হবে। এরপর সাধারণ মানুষকে দেওয়ার প্রক্রিয়া শুরু হবে। এই প্রক্রিয়া চলতে পারে এ বছরের শেষে অথবা সামনের বছরের জানুয়ারি, ফেব্রুয়ারি ও মার্চ পর্যন্ত।’

তবে জনগণের বড় অংশকে টিকা দেওয়ার প্রক্রিয়া শুরু হতে আগামী বছরের অর্ধেকেরও বেশি সময় লাগতে পারে বলে তিনি জানান।

এ মার্কিন বিশেষজ্ঞ বলেন, ‘টিকা এলেও জনগণকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। নির্দিষ্ট একটি সময় পর্যন্ত করোনা ঠেকাতে মানুষকে এসব বিধিনিষেধ মেনে চলতে হবে।’

শুরু থেকে করোনায় আক্রান্ত ও মৃতের তালিকায় শীর্ষে আছে যুক্তরাষ্ট্র। এখন পর্যন্ত দেশটির প্রায় ৮৯ লাখ মানুষ ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন, এর মধ্যে মারা গেছেন ২ লাখ ৩০ হাজারের বেশি।

এ জাতীয় আরও খবর