সোমবার, ২০শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

ত্বকে মেছতার দাগ নিয়ে চিন্তিত? জেনে নিন খুব সহজ ঘরোয়া সমাধান

melasma2মেছতার সমস্যা বা মেলাজমা যা হাইপার পিগমেন্টেশন নামে পরিচিত খুবই বিব্রতকর একটি সমস্যা। মুখের ত্বকে বিশেষ করে নাকের উপর, নাকের দুপাশ এবং গালের কিছু অংশে কালচে ধরণের ছোপ ছোপ দাগ দেখা যায়, মুখের সৌন্দর্য পুরোটাই নষ্ট করে দেয় এই ছোপ ছোপ মেছতার দাগ। তবে, খুব সহজেই এই সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব। সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে এবং পার্শ্বপ্রতিক্রিয়া বিহীনভাবে দূর করে দিতে পারেন মেছতার বিরক্তিকর দাগ। জানতে চান কীভাবে? চলুন জেনে নেয়া যাক।
১) লেবুর রসের ব্যবহার

লেবুর রস প্রাকৃতিক ব্লিচিং এজেন্ট হিসেবে কাজ করে এবং ত্বকের উজ্জ্বলতা বাড়ায়। এছাড়াও এর আস্ট্রিজিনেট উপাদান ত্বকের দাগ দূর করতেও সারুন কার্যকরী। মেছতার দাগ দূর করতেও লেবুর রসের জুড়ি নেই।
যেভাবে ব্যবহার করবেনঃ

    – তাজা লেবুর রস বের করে নিন। এরপর তা মেছতার উপরে সরাসরি লাগান।
    – ২-১ মিনিট একটু ভালো করে ম্যাসেজ করে নিন লেবুর রস দিয়ে। এভাবে ২০ মিনিট রেখে দিন।
    – এরপর কুসুম গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন। এভাবে সপ্তাহে ৩ দিন ব্যবহারেই দ্রুত ভালো ফলাফল পাবেন।

২) হলুদের ব্যবহার

ত্বকের মেলানিন কমিয়ে আনার দারুণ ক্ষমতা রয়েছে হলুদের যা মেছতা দূর করতে বিশেষভাবে কার্যকরী। এছাড়াও হলুদের কারকিউমিনের রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান যা ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধিতে সহায়ক।
যেভাবে ব্যবহার করবেনঃ

    – ৫ টেবিল চামচ হলুদ গুঁড়োতে ১০ টেবিল চামচ দুধ মিশিয়ে পেস্টের মতো তৈরি করে নিন। এরপর এতে দিন ১ টেবিল চামচ বেসন। ভালো করে মিশিয়ে নিন।
    – এই পেস্টটি আক্রান্ত ত্বকে ভালো করে লাগিয়ে নেবেন এবং ২০ মিনিট শুকোতে দিন।
    – এরপর কুসুম গরম পানিতে ধুয়ে মুছ ভালো করে মুছে নিন। প্রতিদিন ব্যবহারে ভালো ফলাফল পাবেন।

৩) পেঁয়াজের রসের ব্যবহার

পেঁয়াজের রসে রয়েছে সালফার কম্পাউন্ড যা ত্বকের ছোপ ছোপ দাগ দূর করতে সহায়তা করে এবং ত্বকের টোন ইভেন করে। এছাড়াও পেঁয়াজের রস ত্বকের কোষ নারিশ করে ত্বককে করে তোলে স্বাস্থ্যউজ্জ্বল।
যেভাবে ব্যবহার করবেনঃ

    – ২/৩ টি ছোটো পেঁয়াজ কুচি করে নিন। এরপর একটি পাতলা নরম পরিষ্কার কাপড়ে পেঁয়াজ কুচি রেখে চিপে রস বের করে নিন।
    – পেঁয়াজের রস যতোটা হবে ঠিক ততোটা আপেল সিডার ভিনেগার পেঁয়াজের রসের সাথে ভালো করে মিশিয়ে নিন।
    – এরপর আক্রান্ত ত্বকে লাগিয়ে নিন মিশ্রণটি একটি তুলোর বলের সাহায্যে। ২০ মিনিট রেখে কুসুম গরম পানিতে ধুয়ে ফেলুন।
    – দিনে ২ বার এই পদ্ধতিটি ব্যবহার করুন আর মাত্র কয়েক সপ্তাহেই মুক্তি পান মেছতার দাগ থেকে।

সূত্রঃ homeremedies.com

 

এ জাতীয় আরও খবর

উপজেলা নির্বাচনের দ্বিতীয় ধাপে ১১৬ কোটিপতি প্রার্থী : টিআইবি

পাওয়া গেছে ইরানের প্রেসিডেন্টকে বহনকারী হেলিকপ্টার

হেলিকপ্টার বিধ্বস্তে ইরানের প্রেসিডেন্টের মৃত্যুর শঙ্কা

কোভ্যাক্সিনের টিকায়ও হচ্ছে ভয়ঙ্কর পার্শ্বপ্রতিক্রিয়া!

রোহিঙ্গাদের প্রত্যাবাসনের স্থায়ী সমাধান জরুরি : পররাষ্ট্রমন্ত্রী

এক পা জেলে রেখেই রাজনীতি করি আমরা, প্রিজন ভ্যান থেকে ইশরাক

সারা দেশে টানা ৩ দিন হতে পারে বৃষ্টি

কালশীর সড়কে যান চলাচল শুরু

ব্যবসায়ীকে হত্যার দায়ে সাতজনের মৃত্যুদণ্ড, সাতজনের যাবজ্জীবন

সোনার ভ‌রি এক লাখ সাড়ে ১৯ হাজার ছাড়াল

আছড়ে পড়ল ইরানের প্রেসিডেন্টকে বহনকারী হেলিকপ্টার

নববধূর সাজে ইধিকা, বিয়ে করেছেন শাকিবের প্রিয়তমা?