শনিবার, ৪ঠা মে, ২০২৪ খ্রিস্টাব্দ ২১শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

সাংবাদিক কাজলের জামিন প্রশ্নে রুল, তদন্ত কর্মকর্তাকে তলব

news-image

নিজস্ব প্রতিবেদক : ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় কারাগারে থাকা ফটো সাংবাদিক শফিকুল ইসলাম কাজলের জামিন প্রশ্নে রুল জারি করেছে উচ্চ আদালত। তাকে কেন জামিন দেওয়া হবে না, রুলে তা জানতে চাওয়া হয়েছে।

একই সঙ্গে এ মামলার তদন্ত কর্মকর্তাকে আগামী ১২ নভেম্বর মামলার নথিপত্র (কেইস ডকেট) সহ হাইকোর্টে হাজির হতে বলা হয়েছে।

কাজলের জামিনের আবেদনের ওপর শুনানি নিয়ে সোমবার বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ রুলসহ এ আদেশ দেয়। দুই সপ্তাহের মধ্যে রাষ্ট্রপক্ষকে রুলের জবাব দিতে বলা হয়েছে।

আদালতে আবেদনের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী জ্যোতির্ময় বড়ুয়া। সঙ্গে ছিলেন আইনজীবী রিপন বড়ুয়া। রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. সারওয়ার হোসেন বাপ্পি।

নরসিংদী যুব মহিলা লীগের নেত্রী (পরে বহিষ্কৃত) শামীমা নূর পাপিয়ার হোটেল ওয়েস্টিন কেন্দ্রিক কারবারে জড়িতদের নিয়ে একটি জাতীয় দৈনিকে প্রতিবেদন প্রকাশিত হলে গত ৯ মার্চ ঢাকার শেরেবাংলা নগর থানায় মানবজমিনের প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরীসহ ৩২ জনের বিরুদ্ধে এই মামলা করেন সরকারদলীয় একজন সংসদ সদস্য। এ মামলায় ফটো সাংবাদিক শফিকুল ইসলাম কাজলকেও আসামি করা হয়।

প্রায় দুই মাস ‘নিখোঁজ’ থাকার পর ২ মে যশোরের বেনাপোল সীমান্ত থেকে কাজলকে গ্রেপ্তার করে সীমান্তরক্ষী বাহিনী বিজিবি। গত ২৩ জুন তাকে এই মামলায় গ্রেপ্তার দেখিয়ে ঢাকার সংশ্লিষ্ট বিচারিক আদালতে ভিডিও কনফারেন্সের মাধ্যমে আদালতে হাজির করা হলে তার জামিনের আবেদন না-মঞ্জুর হয়। এরপর গত ২৪ আগস্ট ঢাকার মহানগর দায়রা জজ আদালতেও কাজলের জামিন আবেদন নাকচ করা হলে তিনি ৮ সেপ্টেম্বর জামিনের জন্য হাইকোর্টে আবেদন করেন। সেই আবেদনের শুনানির পর আদালত রুল জারি করল।

এ জাতীয় আরও খবর