রবিবার, ২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ ১৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় জামায়াত-শিবিরের ২১ নেতা-কর্মীর বিরুদ্ধে ২ বছরের সাজা

news-image
তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ায়  পুলিশের গাড়িতে অগ্নিসংযোগের মামলায় ব্রাহ্মণবাড়িয়া জামায়াত- শিবিরের ২১ নেতা-কর্মীক ২ বছর করে সাজা প্রদান করেছে আদালত।
রোববার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাসুদ পারভেজ এই রায় ঘোষণা করেন। রায়ের দুই বছরের সাজার পাশাপাশি প্রত্যেককে ২ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও এক মাসের সাজা প্রদান করা হয়।  রায় ঘোষণাকালে আদালতে ২১জন আসামির মধ্যে ৭জন আসামি উপস্থিত ছিলেন।
ব্রাহ্মণবাড়িয়া আদালতের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: দিদারুল আলম সাজার বিষয়টি নিশ্চিত করেন। রায়ের সময়  আদালতে উপস্থিত ৭  আসামীরা হলে- শহিদুল ইসলাম, সানাউল্লাহ, কাজি আবু জাহের, এমরানুর রহমান, মহসিন মিয়া ফরহাদ উদ্দিন ও আজিজুল হাকিম তানভিন। আদালত সূত্রে জানা যায়, ২০১২ সালের ডিসেম্বরের ৪ তারিখে হরতালে কুমিল্লা-সিলেট মহাসড়কের পীরবাড়িতে পুলিশের খাবারের গাড়িতে অগ্নিসংযোগ করা হয়।
এই ঘটনায় পুলিশ বাদী হয়ে ১৩ জনের নাম উল্লেখ্যসহ অজ্ঞাত আরও ২২জনকে আসামি করে মামলা দায়ের করব। পরে ২০১৩ সালের আগস্টে আদালতে ২১জনকে অভিযুক্ত করে চার্জশিট প্রদান করেন মামলার তদন্তকারী কর্মকর্তা।