মঙ্গলবার, ১৪ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ ৩১শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

মাদকের বিমান আটকাতে মেক্সিকোর আকাশে সেনাবাহিনীর বিস্ময়কর অভিযান

news-image

নিউজ ডেস্ক : প্রায় অর্ধটন কোকেন বহনকারী প্লেন আটকাতে মেক্সিকোর আকাশে বিরল এক অভিযান চালিয়েছে দেশটির সেনাবাহিনী। পাচারকারী প্লেনের তেল শেষ হওয়ার আগ পর্যন্ত সেনা সদস্যরা নিজেদের আকাশযানে উড়তে থাকেন।

ওই ঘটনায় শেষ পর্যন্ত সেনাবাহিনীর জয় হয়েছে। তেল শেষ হয়ে যাওয়ায় কোকেন ভর্তি প্লেনটি বিধ্বস্ত হয়।

মেক্সিকোর স্বরাষ্ট্র মন্ত্রণালয় বুধবার জানিয়েছে, প্লেনে থাকা দুই পাচারকারী মারা গেছে।

সিএনএন জানিয়েছে, সোমবার সেনাবাহিনী প্লেনটিকে বাধা দিলে তারা যাত্রাপথ পাল্টে ফেলে। পরে বোতিজা এলাকায় বিধ্বস্ত হয়।

মন্ত্রণালয় জানিয়েছে, প্লেনে প্রায় ৮৮০ পাউন্ড কোকেন ছিল।

মাদক পাচার নিয়ে অপরাধীদের সঙ্গে প্রশাসনের যুদ্ধ মেক্সিকোয় নতুন কিছু নয়। তা নিয়ে সিনেমা, সিরিজও হয়েছে। তবে এদিন যা ঘটেছে, তা চমকে দিয়েছে সবাইকে।

মাদকাসক্তি মেক্সিকোর একটি বড় সমস্যা। অনেকেই বলেন, মাদক মাফিয়াদের স্বর্গ রাজ্যে পরিণত হয়েছে দেশটি। প্রকাশ্য রাস্তায় মাফিয়াদের মধ্যে অস্ত্র নিয়ে যুদ্ধও নতুন কিছু নয়।

অনেকের মতে, মাদকাসক্তদের জন্য তৈরি রিহ্যাবগুলোকে নিশানা করে এই মাদক মাফিয়ারা। রিহ্যাবে ঢুকে সেখানেও মাদক ব্যবসা চালানোর চেষ্টা করে তারা।