শনিবার, ১৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

সালমান স্মরণে ভক্তদের অন্যরকম আয়োজন

news-image

বিনোদন ডেস্ক : সালমান শাহ-এর ৫০তম জন্মদিন ছিল শনিবার। করোনার আবহে বড় কোনো আয়োজন ছিল না সে দিন। তবে ভক্তরা ব্যতিক্রমভাবে স্মরণ করলেন প্রিয় নায়ককে।

ফেসবুকভিত্তিক টিম সালমান শাহ গ্রুপের পক্ষ থেকে কাটা হয়েছে কেক, বিতরণ হয়েছে মিষ্টি।

শনিবার বিকেল ৫টায় ধানমন্ডি লেকে আয়োজিত ছোট পরিসরের এই আয়োজনে বিশেষ কোনো তারকা বা ব্যক্তির উপস্থিতি ছিল না। পুরো আয়োজন মুখরিত হয়েছে শতাধিক পথশিশুর আনন্দ ধ্বনিতে!

এই পথশিশুদের নিয়ে কেক কাটেন টিম সালমান শাহর প্রধান মাসুদ রানা নকীব। সঙ্গে উপস্থিত ছিলেন টিমের অন্য সদস্যরা।

ভিন্নধর্মী এ আয়োজন নিয়ে নকীব বলেন, ‘সালমান শাহ্‌ বাচ্চাদের অনেক পছন্দ করতেন। ওনার পালক সন্তানও ছিল। রাতের আঁধারে পথশিশুদের জন্য প্রায়ই চকলেট কিনে নিয়ে যেতেন তিনি। তাদের তিনি মিষ্টি খাওয়াতেন। সে চিন্তা তাদের সঙ্গে কেক কাটা এবং মিষ্টি বিতরণ করেছি।’

২৪ বছর ধরেই সালমান শাহর মৃত্যু-রহস্য উদ্‌ঘাটনের দাবি জানিয়ে আসছে টিম সালমান শাহ। তারই ধারাবাহিকতায় ৬ সেপ্টেম্বর সালমান শাহর মৃত্যুবার্ষিকীতে ব্যানার-ফেস্টুন নিয়ে একাই জাতীয় প্রেস ক্লাবের সামনে দাঁড়ান মাসুদ রানা নকীব।

১৯৭১ সালের ১৯ সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন সালমান শাহ। নায়িকা হিসেবে হাজির হন ১৯৯৩ সালে ‘কেয়ামত থেকে কেয়ামত’ ছবির মাধ্যমে। এরপর দর্শকদের উপহার দিয়েছেন অনেকে ব্যবসাসফল ছবি। উল্লেখযোগ্য হলো কেয়ামত থেকে কেয়ামত, অন্তরে অন্তরে, দেনমোহর, স্বপ্নের ঠিকানা, স্বপ্নের পৃথিবী, জীবন সংসার, স্বপ্নের নায়ক, আনন্দ অশ্রু, এই ঘর এই সংসার ইত্যাদি। ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর সালমান মৃত্যুবরণ করেন।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহারে পিছিয়ে বাংলাদেশের নারীরা

জালভোট পড়লেই কেন্দ্র বন্ধ হবে : ইসি হাবিব

‘ডেঙ্গু আক্রান্তের সংখ্যা নিয়ে মেয়র তাপস মনগড়া বক্তব্য দিয়েছেন’

কানে উত্তাপ ছড়াচ্ছেন লাস্যময়ী ভাবনা

পশুর জন্য প্রাকৃতিক খাদ্যের উৎপাদন বাড়াতে হবে: প্রাণিসম্পদ মন্ত্রী

নরসিংদীতে বজ্রপাতে মা-ছেলেসহ নিহত ৪

জাতি-ধর্ম নির্বিশেষে কেউ যেন বৈষম্যের শিকার না হন : রাষ্ট্রপতি

রাঙামাটিতে ইউপিডিএফ কর্মীসহ দু’জনকে গুলি করে হত্যা

ওবায়দুল কাদেরের প্রশ্ন; সাংবাদিকরা বাংলাদেশ ব্যাংকে ঢুকবে কেন

ব্রাহ্মণবাড়িয়ায় লিচুর বাগান পরিচর্যায় ব্যস্ত মালিকরা, আশানুরুপ ফলনের আশা

প্রশংসার পর সমালোচনা, কানে আলোচনায় ঐশ্বরিয়া

তাইওয়ানের পার্লামেন্টে তুমুল হাতাহাতি (ভিডিও)