শনিবার, ১৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

রংপুরে ত্রাণ ও কাজের দাবিতে মহাসড়ক অবরোধ

news-image

স্টাফ করেসপন্ডেন্ট,রংপুর : টিসিবি পণ্য খোলাবাজারে বিক্রি, ত্রাণ ও কাজের দাবিতে রংপুর নগরীর মাহিগঞ্জ শরেয়াতল বাজারে রংপুর- গাইবান্ধার সুন্দরগঞ্জ সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে শত শত কর্মহীন সহায় সম্বলহীন মানুষ। এ সময় প্রায় দুই ঘন্টা সড়কে সকল যান চলাচল বন্ধ ছিলো। খবর পেয়ে পুলিশ ও নির্বাহি ম্যাজিষ্ট্রেট ঘটনাস্থলে এসে খাদ্য সরবরাহ করার আশ্বাস দিলে অবরোধ তুলে নেয় বিক্ষোভকারীরা।

বিক্ষোভকারীরা অভিযোগ করে বলেন, নগরীর ৩৩ নম্বর ওয়ার্ডের শত শত অসহায়,দুস্থ ও কর্মহীন মানুষ রয়েছে। তারা লকডাউনের কারণে২৫ দিন ধরে কর্মহীন অবস্থায় দীর্ঘদিন মানবেতর জীবন যাপন করছেন। বিষয়টি স্থানীয় কাউন্সিলর ও মেয়রকে জানানো হলে তারা কোন ব্যবস্থা গ্রহণ করেনি কিংবা ত্রাণ দেননি। এ অবস্থায় তারা আজ শনিবার সকালে টিসিবি পণ্য খোলাবাজারে বিক্রি, ত্রাণ ও কাজের দাবিতে শরেয়ারতল বাজারে মহাসড়ক অবরোধ শুরু করে। খবর পেয়ে নির্বাহি ম্যাজিষ্ট্রেট ও মাহিগঞ্জ থানার ওসির নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে এসে বিক্ষোভকারীদের সাথে কথা বলেন। তাদের দাবি টিসিবির পণ্য বিক্রির ব্যবস্থা ও খাদ্য সরবরাহ করার আশ্বাস দেন।

এব্যাপারে ৩৩ নং ওয়ার্ড কাউন্সিলর সিরাজুল ইসলাম সিরাজের সাথে ফোনে যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করেননি।মাহিগঞ্জ থানার ওসি আতারুজ্জামান জানান, আমরা তাদের দুই দাবিই মেনে নিয়েছি। জরুরী ভিত্তিতে তাদের খাদ্য সরবরাহ করার ব্যবস্থা নেয়া হচ্ছে এবং সেই সাথে টিসিবি পণ্য বিক্রি করার আশ্বাস দেয়া হয়েছে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহারে পিছিয়ে বাংলাদেশের নারীরা

জালভোট পড়লেই কেন্দ্র বন্ধ হবে : ইসি হাবিব

‘ডেঙ্গু আক্রান্তের সংখ্যা নিয়ে মেয়র তাপস মনগড়া বক্তব্য দিয়েছেন’

কানে উত্তাপ ছড়াচ্ছেন লাস্যময়ী ভাবনা

পশুর জন্য প্রাকৃতিক খাদ্যের উৎপাদন বাড়াতে হবে: প্রাণিসম্পদ মন্ত্রী

নরসিংদীতে বজ্রপাতে মা-ছেলেসহ নিহত ৪

জাতি-ধর্ম নির্বিশেষে কেউ যেন বৈষম্যের শিকার না হন : রাষ্ট্রপতি

রাঙামাটিতে ইউপিডিএফ কর্মীসহ দু’জনকে গুলি করে হত্যা

ওবায়দুল কাদেরের প্রশ্ন; সাংবাদিকরা বাংলাদেশ ব্যাংকে ঢুকবে কেন

ব্রাহ্মণবাড়িয়ায় লিচুর বাগান পরিচর্যায় ব্যস্ত মালিকরা, আশানুরুপ ফলনের আশা

প্রশংসার পর সমালোচনা, কানে আলোচনায় ঐশ্বরিয়া

তাইওয়ানের পার্লামেন্টে তুমুল হাতাহাতি (ভিডিও)