রবিবার, ২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ ১৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

আখাউড়ার স্কুলে ‘অভিযুক্ত’ শিক্ষক যোগদান নিয়ে প্রতিক্রিয়া

download (1)নিজস্ব প্রতিবেদক : যৌন হয়রানির অভিযোগ উঠা ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার চাঁনপুর গ্রামের পীর সৈয়দ বাহাউদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. রফিকুল ইসলাম আবার আগের কর্মস্থলে যোগদান করেছেন। এ নিয়ে এলাকায় তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। বিদ্যালয় পরিচালনা কমিটিসহ এলাকার লোকজন তাকে বদলি করার দাবি জানিয়েছেন।
খোঁজ নিয়ে জানা গেছে, গত বছরের ১২ জানুয়ারি শিক্ষক রফিকুল ইসলাম তার বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর এক শিক্ষার্থীকে যৌন হয়রানি করেন। এ বিষয়ে অভিযোগ দায়ের ও পত্রিকায় সংবাদ প্রকাশিত হলে জেলা শিক্ষা কর্মকর্তার মৌখিক নির্দেশে তদন্ত করেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা। ঘটনার দিন অর্থাৎ গত বছরের ১২ জানুয়ারি থেকেই তিনি সাময়িক বরখাস্ত হন। ওই শিক্ষককে দায় থেকে অব্যাহতি দিয়ে এ বছরের ১০ ফেব্রুয়ারি চাকরিতে পুনর্বহাল করে আগের কর্মস্থলে যোগদানের আদেশ দেওয়া হয়েছে।
এলাকাবাসী জানান, ওই শিক্ষককে অন্যত্র বদলি করার জন্য মঙ্গলবার ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বরাবর ডাকযোগে আবেদন পাঠানো হয়েছে।  আখাউড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান, উপজেলা নির্বাহী অফিসার, উপজেলা শিক্ষা অফিসার ও উত্তর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের কাছে গতকালই দরখাস্তের অনুলিপি দেওয়া হয়েছে।
এ ব্যাপারে আখাউড়া উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আব্দুল হাই জানান, ওই শিক্ষকের বিরুদ্ধে আনা অভিযোগ প্রমানিত হয় নি। যে কারণে উর্ধ্বতন কর্তৃপক্ষের আদেশে নিয়ম মোতাবেক ওনাকে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে।