শনিবার, ৪ঠা মে, ২০২৪ খ্রিস্টাব্দ ২১শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বাদ পড়ছেন তামিম-এনামুল !

anamul tamimবাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন অনেকবারই বলেছেন, তিনি দলের একাদশ নির্বাচনে হস্তক্ষেপ করেন না। এনিয়ে অনেক কথা রয়েছে সংবাদমাধ্যমে। তবে এবার পরিষ্কার করে দিলেন যে, চলমান বিশ্বকাপে বাংলাদেশের দুই ওপেনার তামিম ইকবাল ও এনামুল হক বিজয়ের পারফরম্যান্সে হতাশ তিনি। সেই সঙ্গে ইঙ্গিত দিলেন স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচে একাদশে পরিবর্তন আসছে।

গতকাল স্থানীয় একটি টেলিভিশন চ্যানেলে দেয়া সাক্ষাতকারে পাপন তামিম ও এনামুল হক বিজয়ের তীব্র সমালোচনা করে বলেন, যে তামিম-বিজয়কে তিনি চেনেন, তাদের খেলা দেখতে পাচ্ছেন না, ‘তামিম তো গত ম্যাচে শুরুতেই আউট হলো। যদিও বলটা খুব ভালো ছিল। বিজয়ও ভালো করতে পারলো না। আমার কথা হলো, তোমরা সেট হও; পাচ ওভার বা দশ ওভার খেলো। তারপর ন্যাচারাল ক্রিকেটটা তো খেলবে। আমি বলতে পারি, যে তামিমকে চিনতাম, সে বিজয়কে চিনতাম, তাদের খেলা দেখা যাচ্ছে না।’

এরপরই পাপন জানালেন টিম ম্যানেজমেন্ট স্কটল্যান্ডের বিপক্ষে বাড়তি একটা স্পিনার খেলাতে চাইছে। তিনি অবশ্য বারবার বললেন, এটা একান্তই ম্যানেজমেন্টের সিদ্ধান্ত, ‘আমি কখনোই একাদশ নিয়ে কথা বলি না। অনেক সময় টসের আগে জানতেও পারি না, কারা খেলছে। তারপরও ফোনে কথা হয়। আজও মাশরাফি, সাকিবের সঙ্গে কথা হয়েছে। ওরা একটা বাড়তি স্পিনার খেলাতে চাচ্ছে।’
সূত্র : প্রিয়.কম

এ জাতীয় আরও খবর