শনিবার, ৪ঠা মে, ২০২৪ খ্রিস্টাব্দ ২১শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ফোন বন্ধ রাখলেও কাজ করতে পারে নতুন অ্যান্ড্রয়েড ভাইরাস

image_190175.smartphoneআন্তর্জাতিক ডেস্ক : অ্যান্ড্রয়েড ফোনে নতুন একটি ম্যালওয়্যার বা ক্ষতিকর ভাইরাস ছড়াচ্ছে, যা ফোন বন্ধ রাখলেও কল করতে পারে এবং ছবি তুলতে পারে। নিরাপত্তা পণ্যনির্মাতা প্রতিষ্ঠান এভিজির গবেষকেরা সম্প্রতি এই দাবি করেছেন।
এভিজির গবেষকেরা বলছেন, ফোন বন্ধ করলেও এই ম্যালওয়্যারটি অ্যান্ড্রয়েড ফোন ব্যবহারকারীকে মূলত ধোঁকা দেয়। এটি ফোনের 'শাট ডাউন' প্রক্রিয়াটিকে দখল করে নেয় এবং ফোন বন্ধ করা হলে তা বন্ধ হওয়ার বিষয়টি স্ক্রিনের ওপর দেখায়। ফোনের স্ক্রিনে বন্ধ হওয়ার এনিমেশন ও স্ক্রিন কালো হয়ে যেতে দেখা গেলে আদতে ফোনটি তখনও চালু থাকে। এ অবস্থায় ফোনটি থার্ড-পার্টির কারও কাছে বার্তা পাঠানো, কল করা, ফোন রেকর্ড করা, ছবি তোলার মতো বিভিন্ন নজরদারির কাজ করতে পারে।
এভিজির গবেষকেরা অবশ্য এই ম্যালওয়্যারটি নাম বা কার্যপ্রণালীর বিস্তারিত প্রকাশ করেনি। শুধু ম্যালওয়্যারটি কিছু কোড প্রকাশ করেছে।
সাধারণ অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য এভিজির গবেষকেদের পরামর্শ হচ্ছে, ফোন বন্ধ করে রাখলে যেন তারা ব্যাটারি খুলে বন্ধ হওয়ার বিষয়টি নিশ্চিত করেন।

এ জাতীয় আরও খবর