বুধবার, ৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ ২৫শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

হাজারো মানুষের শ্রদ্ধা ও ভালোবাসায় চিরনিদ্রায় শায়িত হলেন কসবার প্রবীন আওয়ামীলীগ নেতা আলহাজ্ব এবি সিদ্দিক

Copy-of-A-B-Siddiq-02শনিবার (১ ফেব্রুয়ারি) সকালে হাজার হাজার মানুষের শ্রদ্ধা ও ভালোবাসায় চিরনিদ্রায় শায়িত হলেন কসবা উপজেলার সৈয়দাবাদ গ্রামের বিশিষ্ট শিক্ষানুরাগী ও প্রবীন আওয়ামীলীগ নেতা আলহাজ্ব এবি সিদ্দিক। 
সৈয়দাবাদ আদর্শ মহাবিদ্যালয় মাঠে নামাজে জানাজা অনুষ্ঠানে তাঁর কর্মময় জীবন নিয়ে আলোচনা করেন; সাবেক সংসদ সদস্য মিয়া আবদুল্লাহ ওয়াজেদ, শিক্ষা মন্ত্রণালয়ের ডেপুটি সেক্রেটারি মো: তাজুল ইসলাম, কসবা পৌর মেয়র মুহাম্মদ ইলিয়াস, আখাউড়া উপজেলা চেয়ারম্যান শেখ বোরহান উদ্দিন, সাবেক কসবা উপজেলা চেয়ারম্যান মো: সহিদুল হোসেন, উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক কাজী মো: আজহারুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট আনিসুল হক ভূইয়া, উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক মো: ইকলিল আজম, উপজেলা জাতীয় পার্টির সভাপতি এডভোকেট হারুনুর রশিদ খান, শিল্পপতি আলহাজ্ব আনোয়ারুল ইসলাম খান, কসবা প্রেসক্লাব সভাপতি মো: সোলেমান খান, সৈয়দাবাদ আদর্শ মহাবিদ্যালয় অধ্যক্ষ খন্দকার মো: আলমগীর, কসবা টি.আলী ডিগ্রি কলেজ অধ্যক্ষ মো: তাফাজ্জল হোসেন, এডভোকেট ইকবাল হোসেন ভূইয়া, সাবেক বিনাউটি ইউপি চেয়ারম্যান মো: মঞ্জুরুল আলম, আওয়ামীলীগ নেতা আলহাজ্ব হামিদুল হক মাষ্টার, তসলিমুর রেজা, এডভোকেট রাশেদুল কায়সার জীবন এবং মরহুমের ছেলে মো: সামছুল আলম বাবু ও মো: সামছুল আরেফিন রনি। 
নামাজে জানাজা অনুষ্ঠান পরিচালনা করেন সৈয়দাবাদ মাদরাসার মুহতামিম মাওলানা মোহাম্মদ আবদুর রশিদ খান। নামাজে জানাজা শেষে তাঁর প্রতিষ্ঠিত সৈয়দাবাদ আদর্শ মহাবিদ্যালয় সংলগ্ন বাইতুল আমান জামে মসজিদের পাশে তাঁর লাশ দাফন করা হয়।
    উল্লেখ্য, কসবা উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি, ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি, সৈয়দাবাদ আদর্শ মহাবিদ্যালয়ের প্রতিষ্ঠাতা, পাক্ষিক সকালের সূর্য পত্রিকার প্রধান উপদেষ্টা, বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবক আলহাজ্ব এ বি সিদ্দিক (৮২) গত শুক্রবার (৩১ জানুয়ারি) সকালে ঢাকাস্থ কাকরাইলের বাসভবন থেকে আখাউড়া উপজেলা আওয়ামীলীগ আয়োজিত আইন মন্ত্রীর গণসংবর্ধনা অনুষ্ঠানে যোগদানের উদ্দেশ্যে রওয়ানা করে গাড়ীতে উঠার পর হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাৎক্ষণিক ইসলামী ব্যাংক হাসপাতালে নেয়ার পর কতর্ব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 

এ জাতীয় আরও খবর

ওমরাহ পালন শেষে দেশে ফিরলেন মির্জা ফখরুল

ফিলিস্তিনিদের দুর্দশা কমাতে মুসলিম দেশগুলোর ঐক্য প্রয়োজন : প্রধানমন্ত্রী

দেশে নতুন করে গুমের সংখ্যা বাড়ছে : রিজভী

ঝিনাইদহ-১ আসনের উপ-নির্বাচনে বাধা নেই

সমুদ্রে তেল গ্যাস অনুসন্ধানে দরপত্র কিনেছে ৭ কোম্পানি

বাংলাদেশ ব্যাংকের সংবাদ সম্মেলন বয়কট করলেন সাংবাদিকরা

দলে ফিরলেন সাকিব-মুস্তাফিজ-সৌম্য

ভোট পড়েছে ৩০-৪০ শতাংশ : সিইসি

বিচ্ছিন্ন ঘটনার মধ্য দিয়ে শেষ হলো প্রথম ধাপের উপজেলা নির্বাচন

ইমরানের স্ত্রী বুশরাকে কারাগারে স্থানান্তরের নির্দেশ

মানসিক সমস্যায় ভুগছেন মিস ইউএস, ফিরিয়ে দিলেন সেরা সুন্দরীর মুকুট

নীতি সুদহার বাড়াল বাংলাদেশ ব্যাংক