শনিবার, ৪ঠা মে, ২০২৪ খ্রিস্টাব্দ ২১শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

সরাইলে প্রধান শিক্ষকের অপসারন দাবিতে গ্রামবাসীর বিক্ষোভ

sarail pic 30-1-14ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে কাকরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ার হোসেনের অপসারন দাবিতে গ্রামবাসী বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা হয়েছে। গত বুধবার বিকেলে উপজেলার অরুয়াইল এলাকায় রাজাপুর গ্রামবাসী এই বিক্ষোভ করে। পরে আবদুস সাত্তার ডিগ্রি কলেজ মাঠে শহীদ মিনার চত্বরে এক প্রতিবাদ সমাবেশ হয়। রাজাপুর গ্রামের মোঃ আরজু মিয়ার সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, কাকরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা পরিষদের সদস্য আব্দুর রহিম, লিয়াকত আলী, অভিভাবক মানজু মিয়া, গ্রামবাসী কামাল হোসেন, ছাত্রনেতা নুরুল হুদা প্রমূখ। বক্তারা বলেন, প্রধান শিক্ষক আনোয়ার হোসেনের অনিয়ম, দুর্নীতি ও সেচ্ছাচারিতায় বিদ্যালয়ের নিয়ম শৃঙ্খলা ভেঙে পড়েছে। বিদ্যালয় ফান্ডের টাকা আত্মসাৎ করেছে। তার বিরুদ্ধে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে নালিশও করা হয়েছে। অনতিবিলম্বে এই প্রধান শিক্ষককে অপসারন করা না হলে গ্রামবাসী আরো কঠোর কর্মসূচির দেওয়ার ঘোষণা দেন।

এ জাতীয় আরও খবর