শনিবার, ৪ঠা মে, ২০২৪ খ্রিস্টাব্দ ২১শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

টুইটারকে ছাড়িয়ে ইনস্টাগ্রাম

news-image

instagram-twitter৩০ কোটি ব্যবহারকারীর মাইলফলক স্পর্শ করেছে ফটোশেয়ারিং অ্যাপ ইনস্টাগ্রাম।

বুধবার এক খবরে বিবিসি জানিয়েছে, এই অর্জনের মধ্যে দিয়ে ইনস্টাগ্রাম ইউজারের বিচারে টুইটারকে পেছনে ফেলে দিলো।

টুইটারের বর্তমান ব্যবহারকারীর সংখ্যা ২৮ কোটি ৪০ লাখ।

তবে ইউজারের দিক দিয়ে ইনস্টাগ্রামের থেকে এগিয়ে আছে এর মালিক প্রতিষ্ঠান ফেসবুক। মাসিক হিসেবে সোশ্যল মিডিয়া জায়ান্টটির বর্তমানে সক্রিয় ইউজারের সংখ্যা ১৩৫ কোটি।

অবশ্য ৩০ কোটি মাইলফলক স্পর্শ করতে পেরে দারুণ উৎফুল্ল ইনস্টাগ্রাম টিম। প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কেভিন সিস্ট্রম বলেন, ইনস্টাগ্রাম এ যাত্রা অব্যাহত রাখবে।

তিনি জানান, ইনস্টাগ্রামে ভেরিফাইড অ্যাকাউন্টে নীল তীর চিহ্ন থাকবে। শুধু সেলিব্রেটি, স্টার, ব্র্যান্ডের ক্ষেত্রে নয় সাধারণ ব্যবহারকারীরা এই সুবিধা পাবেন।

কেভিন আরও জানান, ইনস্টাগ্রাম ভুয়া,স্প্যামি এবং নিয়ম ভঙ্গকারী অ্যাকাউন্ট মুছে দেওয়া হচ্ছে।

এজন্য অনেক ইউজারের বন্ধুর সংখ্যা কমে যেতে পারে সতর্ক করেছে ইনস্টাগ্রাম।

এ জাতীয় আরও খবর