সোমবার, ২০শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

অফিস থেকে ক্লিপ আর্টের বিদায়

a517fdfb9c370da39a7f5309707e825c-clipআন্তর্জাতিক ডেস্ক :পাওয়ার পয়েন্টে প্রেজেনটেশন যাঁদের দরকার পড়ে তাঁরা এবং শিক্ষার্থীরা সবার জন্য মন খারাপ করা একটি খবর দিচ্ছে মাইক্রোসফট। নব্বইয়ের দশকের জনপ্রিয় ক্লিপ আর্টকে অফিস সফটওয়্যার থেকে বিদায় দিচ্ছে প্রতিষ্ঠানটি। মাইক্রোসফট জানিয়েছে, অফিসে ক্লিপ আর্ট আর থাকবে না। এর বদলে বিং সার্চ থেকে ছবি ব্যবহার করা যাবে।

ওয়ার্ড, পাওয়ার পয়েন্ট ও এক্সেল ডকুমেন্ট তৈরির সময় ছবির সাধারণ ডেটাবেজ হিসেবে ছিল এই ক্লিপ আর্ট। ডেস্কটপ বিপ্লবের যুগের জনপ্রিয় এই ক্লিপ আর্ট এখনকার সময় জনপ্রিয়তা হারিয়েছে।

১৯৯৬ সালে ওয়ার্ড ৬.০ আপডেটের সময় এই ক্লিপ আর্ট উন্মুক্ত করেছিল মাইক্রোসফট। তখন ডিফল্ট হিসেবে ইনস্টল করার সময় ৬২টি ছবি পাওয়া যেত। কিন্তু ইন্টারনেটের এই যুগে এই ক্লিপ আর্টের প্রয়োজন ফুরিয়ে গেছে বলেই মনে করছে মাইক্রোসফট। প্রতিষ্ঠানটির দাবি, লোকাল ডেটাবেজের ছবির চেয়ে এখন অনলাইন থেকেই ছবি যুক্ত করার সুবিধা রয়েছে। তাই আর ক্লিপ আর্ট নয়।

এক ব্লগ পোস্টে মাইক্রোসফট জানিয়েছে, অফিস ডটকমের ক্লিপ আর্ট ও ছবির লাইব্রেরির দোকানে তালা ঝুলছে। সার্চ ইঞ্জিনের ওপর নির্ভরশীলতা বাড়ার কারণে অফিসের এই ছবির লাইব্রেরির ব্যবহার ক্রমশ কমে যাচ্ছে।

প্রযুক্তি বিশ্লেষকেরা বলছেন, অনেকের সঙ্গেই এই ক্লিপ আর্টের সম্পর্ক জড়িয়ে আছে। অনেকেই ছোটবেলা থেকে এগুলো দেখেই বড় হয়েছেন। মাইক্রোসফট তাদের সিদ্ধান্ত থেকে সরে না এলে চমৎকার এই ক্লিপ আর্টগুলো পরবর্তী প্রজন্মের কাছে ফ্লপি ডিস্কের মতোই অচেনা হয়ে যাবে।

মাইক্রোসফট বলছে, যেহেতু তাদের বিং সার্চ থেকে উন্নত মানের ও হালনাগাদ ছবি পাওয়া যাবে তাই ক্লিপ আর্টের আর প্রয়োজন হবে না। উদাহরণ হিসেবে বলা যায়, কেউ যদি সেলফোনের খোঁজ করেন, তিনি ক্লিপ আর্টে থাকা পুরোনো ইটের মতো ফোনের পরিবর্তে আধুনিক যুগের নানা রকম ফোন খুঁজে পাবেন।

এ জাতীয় আরও খবর

উপজেলা নির্বাচনের দ্বিতীয় ধাপে ১১৬ কোটিপতি প্রার্থী : টিআইবি

পাওয়া গেছে ইরানের প্রেসিডেন্টকে বহনকারী হেলিকপ্টার

হেলিকপ্টার বিধ্বস্তে ইরানের প্রেসিডেন্টের মৃত্যুর শঙ্কা

কোভ্যাক্সিনের টিকায়ও হচ্ছে ভয়ঙ্কর পার্শ্বপ্রতিক্রিয়া!

রোহিঙ্গাদের প্রত্যাবাসনের স্থায়ী সমাধান জরুরি : পররাষ্ট্রমন্ত্রী

এক পা জেলে রেখেই রাজনীতি করি আমরা, প্রিজন ভ্যান থেকে ইশরাক

সারা দেশে টানা ৩ দিন হতে পারে বৃষ্টি

কালশীর সড়কে যান চলাচল শুরু

ব্যবসায়ীকে হত্যার দায়ে সাতজনের মৃত্যুদণ্ড, সাতজনের যাবজ্জীবন

সোনার ভ‌রি এক লাখ সাড়ে ১৯ হাজার ছাড়াল

আছড়ে পড়ল ইরানের প্রেসিডেন্টকে বহনকারী হেলিকপ্টার

নববধূর সাজে ইধিকা, বিয়ে করেছেন শাকিবের প্রিয়তমা?