শনিবার, ৪ঠা মে, ২০২৪ খ্রিস্টাব্দ ২১শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

চীনের ১০ হাজার কিলোমিটার পাল্লার পারমাণবিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা

76194_missileচীন ১০ হাজার কিলোমিটার পাল্লার ডংফেং পারমাণবিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে। এই ক্ষেপণাস্ত্র যুক্তরাষ্ট্রের পশ্চিম উপকূল এবং ইউরোপের বেশির ভাগ নগরীতে পৌঁছাতে পারবে বলে মিডিয়ার খবরে বলা হয়েছে।
হংকংভিত্তিক সাউথ চায়না মর্নিং পোস্ট মার্কিন মিডিয়ার উদ্ধৃতি দিয়ে জানিয়েছে, ২৫ সেপ্টেম্বর ক্ষেপণাস্ত্রটি পরীক্ষা করা হয় শানজি প্রদেশের ওয়ুঝি মিশাইল অ্যান্ড স্পেশ টেস্ট সেন্টার থেকে।

এর আগে চীনা রাষ্ট্রীয় মিডিয়া জানিয়েছিল, তারা ১২ হাজার কিলোমিটার পাল্লার ক্ষেপণাস্ত্র নিয়ে কাজ করছে। এই ক্ষেপণাস্ত্র যুক্তরাষ্ট্রের যেকোনো স্থানে আঘাত হানতে সক্ষম।

এ জাতীয় আরও খবর