শনিবার, ৪ঠা মে, ২০২৪ খ্রিস্টাব্দ ২১শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

শিল্পকলায় নেকাব্বরের মহাপ্রয়াণ

file (3)বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে আজ থেকে তিন দিনব্যাপী শুরু হচ্ছে সরকারি অনুদানপ্রাপ্ত মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র 'নেকাব্বরের মহাপ্রয়াণ'র বিশেষ প্রদর্শনী। শিল্পকলা একাডেমি ও ব্রাত্য চলচ্চিত্রের যৌথ উদ্যোগে এ প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে চলচ্চিত্রটি প্রদর্শিত হবে। এরপর থেকে সারাদেশের প্রতিটি জেলা শহরে চার মাসব্যাপী রোড শোসহ চলচ্চিত্রটির প্রদর্শনী অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে চলচ্চিত্রটির গান ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছে। ভিন্নধর্মী নির্মাণের জন্য চলচ্চিত্রটি সমালোচক ও চলচ্চিত্রবোদ্ধাদের ব্যাপক প্রশংসা অর্জন করেছে। বিশিষ্ট কবি নির্মলেন্দু গুণের কবিতা অবলম্বনে ছবিটি পরিচালনা করেছেন মাসুদ পথিক। এর একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয়ও করেছেন গুণ। বাস্তব জীবনের মতো এ ছবিতেও তাকে একজন কবি হিসেবে উপস্থাপন করা হয়েছে। এতে তরুণ নেকাব্বরের চরিত্রে অভিনয় করেছেন জুয়েল জহুর। বৃদ্ধ নেকাব্বরের চরিত্রে রূপদান করেছেন বাদল শহীদ। অন্য একটি মুখ্য চরিত্রে অভিনয় করেছেন সিমলা। এছাড়া আরো অভিনয় করেছেন- মামুনুর রশিদ, প্রবীর মিত্র, অসীম সাহা, রানী সরকার, সোহেল বয়াতি ও পথশিশুদল।

এ জাতীয় আরও খবর