বুধবার, ৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ ২৫শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

জনগণকে মানসিক চাপে রাখতে নৈরাজ্য চালাচ্ছে সরকার

noman_152418দেশের জনগণ ও রাজনীতিতে সক্রিয় ব্যক্তিদের মানসিক চাপে রাখার জন্যই সরকার সারাদেশে গুম খুনের নৈরাজ্য চালাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান। বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, দেশে যারা গুম-খুনের রাজনীতি করছে তারা আমাদের কাছে অদৃশ্যমান নয়, দৃশ্যমান। সুতরাং তাদের বিচার একদিন হবেই।
‘গুম রাজ্যে প্রত্যাবর্তন-গণতন্ত্রের শবযাত্রা’ শীর্ষক আলোচনা সভার আয়োজন করে স্বাধীনতা প্রজন্ম বাংলাদেশ কেন্দ্রীয় সংসদ। সংগঠনের সভাপতি এস.এম সায়মন কামালীর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,জাগপার সভাপতি শফিউল আলম প্রধান, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি কবি আব্দুল হাই শিকদার, বিএনপি নেতা এনাম আহমেদ চৌধুরী প্রমুখ।
আব্দুল্লাহ আল নোমান বলেন, জনবিচ্ছিন্ন সরকার নিজেদের ক্ষমতায় টিকিয়ে রাখার জন্য এ ধরনের কাজ করছে। দেশের জনগণ ও রাজনীতিতে সক্রিয় ব্যক্তিদের মানসিক চাপে রাখার জন্যই সারাদেশে গুম খুনের নৈরাজ্য চালাচ্ছে। এই গুম-খুনের মাধ্যমে অবৈধ সরকার বলতে চায় যারাই আমাদের বিরুদ্ধে আন্দোলন করবে তাদেরকেও একই পরিণতির শিকার হতে হবে।
বিএনপির এই সিনিয়র নেতা বলেন, অবৈধ সরকার নিজেদের স্বার্থে আইন করছে বেআইনীভাবে সংসদে বসে। তারা কোনোভাবেই আইন প্রণয়নের ক্ষমতা রাখে না। কারণ তারা জনগণের ভোটে নির্বাচিত নন। তিনি বলেন, ইতিহাস বলে জনগণের আন্দোলনের কাছে সবকিছুই পরাজিত হয়। পুলিশের বন্দুক, টিয়ারশেল, নিরস্ত্র জনগণের দূর্বার আন্দোলনের কাছে কিছুই না।

এ জাতীয় আরও খবর

ঢাকায় ভারতের পররাষ্ট্রসচিব বিনয় কোয়াত্রা

পণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি অনেকাংশে সংযত করতে পেরেছি; সংসদে প্রধানমন্ত্রী

পুলিশ হেফাজতে মৃত্যু : ওসি, ডাক্তার ও জেল সুপারের বিরুদ্ধে মামলা

দুই পোলিং এজেন্টসহ তিনজনকে কারাদন্ড

ওমরাহ পালন শেষে দেশে ফিরলেন মির্জা ফখরুল

ফিলিস্তিনিদের দুর্দশা কমাতে মুসলিম দেশগুলোর ঐক্য প্রয়োজন : প্রধানমন্ত্রী

দেশে নতুন করে গুমের সংখ্যা বাড়ছে : রিজভী

ঝিনাইদহ-১ আসনের উপ-নির্বাচনে বাধা নেই

সমুদ্রে তেল গ্যাস অনুসন্ধানে দরপত্র কিনেছে ৭ কোম্পানি

বাংলাদেশ ব্যাংকের সংবাদ সম্মেলন বয়কট করলেন সাংবাদিকরা

দলে ফিরলেন সাকিব-মুস্তাফিজ-সৌম্য

ভোট পড়েছে ৩০-৪০ শতাংশ : সিইসি