শনিবার, ৪ঠা মে, ২০২৪ খ্রিস্টাব্দ ২১শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

গানে ব্যস্ত হচ্ছেন ডলি সায়ন্তনী

1_97598ইদানীং সঙ্গীতাঙ্গনে খুব বেশি নিয়মিত নন জনপ্রিয় কণ্ঠশিল্পী ডলি সায়ন্তনী। দীর্ঘ বিরতির পর সম্প্রতি নতুন অ্যালবামের কাজ শুরু করেছেন কিছুদিন আগে। এর মাধ্যমে শ্রোতারা আবার ডলি সায়ন্তনীর নতুন গান শুনতে পাবেন। অ্যালবামটির কাজ শেষ করার আগেই সিনেমার গানেও ফিরে এলেন তিনি। এই প্রথম সরকারি অনুদানে নির্মিত ছবির গানে কণ্ঠ দিলেন ডলি সায়ন্তনী। ছবিটির নাম 'লালচর'। ইমদাদুল হক মিলনের 'নদী উপাখ্যান' উপন্যাস অবলম্বনে ছবিটি পরিচালনা করছেন নাদের চৌধুরী। 'ছুঁয়ো না ছুঁয়ো না সই, আমি তো আমার নই'_ শিরোনামের গানটির কথা লিখেছেন জুয়েল মাহমুদ। গানটির সুর ও সঙ্গীত পরিচালনা করেছেন ফরিদ আহমেদ। শুক্রবার রাজধানীর ইস্কাটনের 'রেশ' স্টুডিওতে গানটির রেকর্ডিং সম্পন্ন হয়েছে। এ গানটি নিয়ে ডলি সায়ন্তনী বলেন, 'সুরকার অসাধারণ সুর করেন। আশা করি শ্রোতা-দর্শকের অনেক ভালো লাগবে মেলোডি ঘরানার এ গানটি।' ডিসেম্বরে লালচর ছবিটির শুটিং শুরু হবে বলে জানিয়েছেন পরিচালক নাদের চৌধুরী। এদিকে সঙ্গীতাঙ্গনে এরই মধ্যে দুই যুগ অতিক্রম করতে চলেছেন ডলি সায়ন্তনী। ১৯৯০ সালে নবম শ্রেণীতে পড়ার সময় মিল্টন খন্দকারের কথা ও সুরে তার প্রথম একক অ্যালবাম 'হে যুবক' বাজারে আসে। মাসুদ পারভেজ প্রযোজিত 'ঘেরাও' ছবিতে তিনি প্লেব্যাক শুরু করেন। এখন পর্যন্ত প্রায় ৭০০ ছবিতে প্লেব্যাক করেছেন তিনি। দ্বৈত গানে সবচেয়ে বেশি গেয়েছেন তিনি অ্যান্ড্রু কিশোরের সঙ্গে। ডলি সায়ন্তনীর জনপ্রিয় অ্যালবামগুলো হলো 'কালিয়া', 'নীরব রাতে', 'বিরহী প্রহর', 'সুখে থেকো', 'নিতাইগঞ্জে জমছে মেলা' ও 'বাংলাদেশের মেয়ে'।

এ জাতীয় আরও খবর