শনিবার, ৪ঠা মে, ২০২৪ খ্রিস্টাব্দ ২১শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

জম্মু-কাশ্মীরে মৃতের সংখ্যা বেড়ে ২০০

jamu kasmirগত কয়দিনে প্রবল বর্ষণের ফলে সৃষ্ট বন্যা ও ভূমিধসে ভারতের জম্মু-কাশ্মীরে মৃতের সংখ্যা বেড়ে ২০০ জনে দাঁড়িয়েছে।  সোমবার ভেঙে পড়ল ওই এলাকার টেলি যোগাযোগ ব্যবস্থা।গত ৬০ বছরের মধ্যে ভয়ঙ্করতম বন্যায় ভেসে গেছে শতাধিক গ্রাম। আটকা পড়েছেন লক্ষাধিক মানুষ। প্রায় ২৩ হাজার জনকে উদ্ধার করে নিরাপদ আশ্রয়ে নেয়া হয়েছে।দেশটির সেনা, বিমান ও নৌ বাহিনীর সদস্যরাও যৌথভাবে উদ্ধারকার্য চালাচ্ছেন। ব্যাপক উদ্ধারকার্যের সঙ্গে চলছে ত্রাণসামগ্রী বিতরণ।এদিকে, বন্যাবিধ্বস্ত জম্মু-কাশ্মীরে বেড়াতে যাওয়া এ রাজ্যের ৬০ জন পর্যটকের সঙ্গে চলতি মাসের ৩ তারিখ থেকে পরিবারের যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। এজন্য উদ্বেগে দিন কাটাচ্ছেন হলদিয়ার সুতাহাটা, দুর্গাচক, ভবানীপুরের বেশ কিছু পরিবার। খোঁজ মিলছে না কাশ্মীরে কাজ করতে যাওয়া ১৫ জন শ্রমিকেরও। 

এ জাতীয় আরও খবর