শনিবার, ৪ঠা মে, ২০২৪ খ্রিস্টাব্দ ২১শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

সরাইলে বাল্য বিয়ে

balla bebahaমাহবুব খান বাবুল :সরাইলে ঢাক ঢোল পিটিয়ে হতে যাচ্ছে বাল্য বিয়ে। আগামী রোববার উপজেলার শাহজাদাপুর পূর্বপাড়ায় এ বিয়ে হবে। এলাকাবাসী ও কনের পারিবারিক সূত্র জানায়, শাহজাদাপুর উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্রী বাবুল মিয়ার কন্যা পপি আক্তারের (১২) শনিবারে গাঁয়ে হলুদ ও রোববারে বিয়ে। পপি ওই বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর খ শাখার ছাত্রী। তার শ্রেণী রোল নং-৫০। বর হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার আন্দিউড়া গ্রামের বাসিন্ধা নূর আলীর ছেলে আক্কাস মিয়া (১৬)। আক্কাস ঢাকায় ফার্নিচারের দোকানের কর্মচারী। বাবুল মিয়ার দুই ছেলে দুই মেয়ের মধ্যে পপি সবার বড়।  শখের বশে অল্প বয়সেই মেয়েটিকে বিয়ে দেওয়ার কথা মুঠোফোনে অকপটে স্বীকার করেছেন পপির মা হাসনা বেগম। মেয়ের পরই ছেলেকেও বিয়ে করানোর কথা জানিয়েছেন তিনি। বিদ্যালয়ের প্রধান শিক্ষক অবিনাশ চন্দ্র দেব বলেন, ৬ষ্ট ও সপ্তম শ্রেণীর সকল শিক্ষার্থীদের আমি চিনি না। ইউপি চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম খোকন বলেন, এটা বাল্য বিয়ে। আমি জন্ম নিবন্ধন সনদ দেয়নি। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোছাঃ ফাতেমা বেগম বলেন, এ গুলো আমার বিষয় না। ইউএনও এবং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ বিষয় গুলো দেখে থাকেন। আমার কাজ হচ্ছে বুঝানো। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ এমরান হোসেন বলেন, খোঁজ খবর নিয়ে আমি বিষয়টি দেখছি।  
 

এ জাতীয় আরও খবর