বৃহস্পতিবার, ৯ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ ২৬শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ফখরুলদের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি পেছাল

1409813024প্রতিবেদক : প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে গাড়ি পোড়ানো মামলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ৪৬ নেতা-কর্মীর বিরুদ্ধে অভিযোগ (চার্জ) গঠনের শুনানি আগামী ২৪ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। 

বৃহস্পতিবার ঢাকা মহানগর হাকিম আতাউল হক এদিন ধার্য করেন। তবে আজ এ মামলার অভিযোগ গঠন বিষয়ে শুনানির জন্য দিন ধার্য ছিল।

আদালতে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার, মির্জা আব্বাস, আ স ম হান্নান শাহ, যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী, আমান উল্লাহ আমান ও ছাত্রদলের সাধারণ সম্পাদক হাবিবুর রশীদ হাবিবসহ ৩৬ জন উপস্থিত ছিলেন।

অন্যদিকে বিএনপির ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকাসহ ছয়জন আদালতে না আসায় এবং মামলাটি হাইকোর্টে শুনানির অপেক্ষায় থাকায় আইনজীবী সানাউল্লাহ মিয়া সময়ের আবেদন করেন।

আদালত সময় আবেদন মঞ্জুর করে অভিযোগ গঠনের জন্য পরবর্তি শুনানির দিন ২৪ সেপ্টেম্বর ধার্য করেন।

অপরদিকে এ মামলায় জামায়াত নেতা মকবুল হোসেনসহ চারজন পলাতক রয়েছেন।

প্রসঙ্গত, ২০১২ সালের ২৯ এপ্রিল হরতাল অবরোধ চলাকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগের ঘটনায় তেজগাঁও থানা পুলিশ বাদী হয়ে এ মামলাটি দায়ের করে। ২৫ মে ২০১৪ তারিখে ডিবি উত্তরের পুলিশ পরিদর্শক মির্জা ফখরুলসহ ৪৬ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেন। 



 

এ জাতীয় আরও খবর

৪৮ বছরে বিদেশ গেছেন এক কোটি ৬৩ লাখ ১২ হাজার ৩২৪ জন

উপজেলায় শান্তিপূর্ণ ভোটে উপস্থিতি সন্তোষজনক : কাদের

জামিন পেলেন জবি শিক্ষক দ্বীন ইসলাম

৫৮ বলে ১৬৭, বিনা উইকেটে জিতল হায়দরাবাদ

প্রথম ধাপের উপজেলা নির্বাচনে জয়ী হলেন যারা

জুলাইয়ের প্রথম সপ্তাহে বেইজিং যাবেন প্রধানমন্ত্রী

ঢাকায় ভারতের পররাষ্ট্রসচিব বিনয় কোয়াত্রা

পণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি অনেকাংশে সংযত করতে পেরেছি; সংসদে প্রধানমন্ত্রী

পুলিশ হেফাজতে মৃত্যু : ওসি, ডাক্তার ও জেল সুপারের বিরুদ্ধে মামলা

দুই পোলিং এজেন্টসহ তিনজনকে কারাদন্ড

ওমরাহ পালন শেষে দেশে ফিরলেন মির্জা ফখরুল

ফিলিস্তিনিদের দুর্দশা কমাতে মুসলিম দেশগুলোর ঐক্য প্রয়োজন : প্রধানমন্ত্রী