শনিবার, ৪ঠা মে, ২০২৪ খ্রিস্টাব্দ ২১শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

জার্মানিকে ৪-২ ব্যবধানে হারিয়েছে আর্জেন্টিনা

arg

জার্মানিকে ৪-২ ব্যবধানে হারিয়ে মধুর প্রতিশোধ নিল আর্জেন্টিনা। মাত্র ৫০দিন আগে বিশ্বকাপের ফাইনালে ১-০ গোলে জার্মানির কাছে হেরে দেশ ও ভক্তদের কাঁদালেও আন্তর্জাতিক এক প্রীতি ম্যাচে এসে জার্মানীকে উড়িয়ে দিয়েই মধুর প্রতিশোধ ও হাসি ফুটলো আর্জেন্টিনা শিবিরে।      

বাংলাদেশ সময় বুধবার রাত পৌনে একটায় বিশ্বকাপের পর প্রথমবারের মতো আন্তর্জাতিক প্রীতিম্যাচে মুখোমুখি হয় বিশ্বচ্যাম্পিয়ন জার্মানি ও রানারআপ আর্জেন্টিনা। ডি মারিয়ার ণৈপূন্যে বিশ্বচ্যাম্পিয়ন জার্মানিকে ৪-২ গোলে হারিয়েছে আর্জেন্টিনা। ডি মারিয়া ১ গোল করলেও বাকি তিনটিতেও অবদান তার-ই।

খেলা শুরুর ২০ মিনিটের মাথায় জালে ডি মারিয়ার ক্রস থেকে বল জড়ান আর্জেন্টিনার আগুয়েরো। বিরতির আগে নয়্যারকে দ্বিতীয়বার পরাস্ত করেন লামেলা, এবারও গোলের উত্স ছিলেন মারিয়া। ২-০ ব্যবধানে শেষ হয় প্রথমার্ধ।

দ্বিতীয়ার্ধের শুরুতেই ডি মারিয়ার ফ্রি কিক থেকে জার্মানদের জালে বল জড়ান ফার্নান্দেজ। এরপর খেলার ৫০তম মিনিটে ব্যবধান আরেক দফা বাড়ান ডি মারিয়া নিজে।

পরে জার্মানির শুরলে ও মারিও গোটসের ২ গোল পরাজয়ের ব্যবধান কমিয়েছে।

এ জাতীয় আরও খবর