সোমবার, ২০শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

এইচএসসিতে আরও ৬ বিষয় সৃজনশীল

Medical-Examএইচএসসি পরীক্ষায় আরও ৬ বিষয়ে সৃজনশীল প্রশ্নে পরীক্ষা নেওয়া হবে ২০১৬ সাল থেকে। ওই বছর আলিমে সৃজনশীল প্রশ্ন থাকবে ৪ বিষয়ে।

এছাড়া ২০১৬ সালের দাখিলের পৌরনীতি ও নাগরিকতা বিষয়ের প্রশ্নও সৃজনশীলে করার সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

অন্যদিকে ২০১৭ সালের এইচএসসিতে আরও ৯ বিষয়ে সৃজনশীল পদ্ধতির প্রশ্নে পরীক্ষায় বসতে হবে শিক্ষার্থীদের।

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের সভাপতিত্বে বুধবার সচিবালয়ে এক সভায় এসব সিদ্ধান্ত হয়েছে বলে মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

২০১৬ সালের এইচএসসিতে অর্থনীতি, যুক্তিবিদ্যা, তথ্য যোগাযোগ ও প্রযুক্তি, ফিন্যান্স ব্যাংকিং ও বীমা, উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন এবং ভূগোল বিষয়ে সৃজনশীল প্রশ্ন থাকবে।

২০১৬ সালের আলীম পরীক্ষায় অর্থনীতি, পদার্থবিজ্ঞান, জীববিজ্ঞান এবং পৌরনীতি ও সুশাসন বিষয়ের প্রশ্ন হবে সৃজনশীল পদ্ধতিতে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০১৭ সালে এইচএসসি পরীক্ষায় কৃষি শিক্ষা, পরিসংখ্যান, মনোবিজ্ঞান, গার্হস্থ্য বিজ্ঞান, শিশুর বিকাশ, খাদ্য ও পুষ্টি, গৃহব্যবস্থাপনা ও পারিবারিক জীবন, শিল্পকলা ও বস্ত্র পরিচ্ছেদ এবং ইসলামী শিক্ষা বিষয়ে সৃজনশীল প্রশ্ন থাকবে।

এইচএসসিতে চলতি বছর ১২টি ও আলীমে তিনটি বিষয়ের পরীক্ষা সৃজনশীল প্রশ্নে হয়েছে। আর এসএসসি ও সমমানের পরীক্ষায় ২৯টি বিষয়ে সৃজনশীল প্রশ্নে পরীক্ষা হয়েছে।

সৃজনশীল প্রশ্নে পরীক্ষা হওয়ায় শিক্ষার্থীদের দক্ষতা বাড়ার পাশাপাশি নকলের প্রবণতা কমে যাচ্ছে বলে সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে।

এইচএসসিতে ২০১২ সাল থেকে সৃজনশীল প্রশ্ন পদ্ধতিতে পরীক্ষা শুরু হয়।

শিক্ষাসচিব মোহাম্মদ সাদিক, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ফাহিমা খাতুন, ঢাকা বোর্ডের চেয়ারম্যান তাসলিমা বেগম, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের চেয়ারম্যান ছাড়াও বিভিন্ন বোর্ড চেয়ারম্যানরা এই সভায় উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

উপজেলা নির্বাচনের দ্বিতীয় ধাপে ১১৬ কোটিপতি প্রার্থী : টিআইবি

পাওয়া গেছে ইরানের প্রেসিডেন্টকে বহনকারী হেলিকপ্টার

হেলিকপ্টার বিধ্বস্তে ইরানের প্রেসিডেন্টের মৃত্যুর শঙ্কা

কোভ্যাক্সিনের টিকায়ও হচ্ছে ভয়ঙ্কর পার্শ্বপ্রতিক্রিয়া!

রোহিঙ্গাদের প্রত্যাবাসনের স্থায়ী সমাধান জরুরি : পররাষ্ট্রমন্ত্রী

এক পা জেলে রেখেই রাজনীতি করি আমরা, প্রিজন ভ্যান থেকে ইশরাক

সারা দেশে টানা ৩ দিন হতে পারে বৃষ্টি

কালশীর সড়কে যান চলাচল শুরু

ব্যবসায়ীকে হত্যার দায়ে সাতজনের মৃত্যুদণ্ড, সাতজনের যাবজ্জীবন

সোনার ভ‌রি এক লাখ সাড়ে ১৯ হাজার ছাড়াল

আছড়ে পড়ল ইরানের প্রেসিডেন্টকে বহনকারী হেলিকপ্টার

নববধূর সাজে ইধিকা, বিয়ে করেছেন শাকিবের প্রিয়তমা?