বুধবার, ৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ ২৫শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

আমি মানুষ, ভুল করতে পারি: কেজরিওয়াল

ভারতের আম আদমি পার্টির (এএপি) নেতা অরবিন্দ কেজরিওয়াল বলেছেন, ‘আমি মানুষ। আমিও ভুল করতে পারি।’রাজনৈতিক সিদ্ধান্তে ভুলত্রুটির কথা স্বীকার করে দলের জাতীয় নির্বাহী কাউন্সিলের শেষ দিন গতকাল রোববার এক সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন দিল্লির সাবেক মুখ্যমন্ত্রী। তীব্র সমালোচনার মুখে তৃণমূল থেকে জাতীয় পর্যায়ে দল পুনর্গঠনেরও ঘোষণা দেন কেজরিওয়াল।দলীয় নেতা জোগেন্দ্র যাদব ও সাজিয়া ইলমির পদত্যাগপত্র গ্রহণ না করার বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে এএপির জাতীয় নির্বাহী কাউন্সিল। দলের ভেতরে গণতন্ত্র চর্চার অভাবের অভিযোগ তুলে ওই দুজন এএপি থেকে পদত্যাগ করেছেন।কেজরিওয়াল দাবি করেন, গণতান্ত্রিক দলে মতভেদ থাকাটাই স্বাভাবিক। এএপি আরও শক্তিশালী হবে বলে তাঁর বিশ্বাস।জোগেন্দ্র যাদব প্রসঙ্গে এএপির প্রধান বলেন, ‘তিনি আমার বড় ভাই। আমার সমালোচনা করার অধিকার রাখেন তিনি। আমি তাঁর পরামর্শ গুরুত্বের সঙ্গে নিয়েছি। আমি মানুষ। আমি ভুল করলে জোগেন্দ্র যাদবের মতো বড় ভাইয়েরা তা আমাকে ধরিয়ে দেবেন।’এএপির জাতীয় নির্বাহী কাউন্সিলের শেষ দিন ‘মিশন বিস্তার’ ঘোষণা করেন কেজরিওয়াল। এই কর্মসূচির আওতায় এক বছরের মধ্যে দলের সব কমিটি নতুন করে গঠন ও দলে নতুন লোক যুক্ত করার কথা জানান এএপির নেতা। তিনি বলেন, ‘দল পুনর্গঠনের এটাই সময়। তৃণমূল থেকে জাতীয় পর্যায় পর্যন্ত পুরো দল পুনর্গঠন করা হবে। দলে নতুন লোক নেওয়া হবে। আমরা গ্রামে যাব এবং দলে নতুন লোক নিয়ে আসব। আমরা এটাকে বলব “মিশন বিস্তার”।’লোকসভা নির্বাচনে জনগণ কংগ্রেসকে পুরোপুরি প্রত্যাখ্যান করেছে দাবি করে কেজরিওয়াল বলেন, বিকল্প হিসেবে এএপি মানুষকে আশা দেখিয়েছে।প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মঙ্গল কামনা করে কেজরিওয়াল বলেন, ‘আশা করি তিনি জনগণের স্বপ্ন পূরণ করবেন।’

এ জাতীয় আরও খবর

ঢাকায় ভারতের পররাষ্ট্রসচিব বিনয় কোয়াত্রা

পণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি অনেকাংশে সংযত করতে পেরেছি; সংসদে প্রধানমন্ত্রী

পুলিশ হেফাজতে মৃত্যু : ওসি, ডাক্তার ও জেল সুপারের বিরুদ্ধে মামলা

দুই পোলিং এজেন্টসহ তিনজনকে কারাদন্ড

ওমরাহ পালন শেষে দেশে ফিরলেন মির্জা ফখরুল

ফিলিস্তিনিদের দুর্দশা কমাতে মুসলিম দেশগুলোর ঐক্য প্রয়োজন : প্রধানমন্ত্রী

দেশে নতুন করে গুমের সংখ্যা বাড়ছে : রিজভী

ঝিনাইদহ-১ আসনের উপ-নির্বাচনে বাধা নেই

সমুদ্রে তেল গ্যাস অনুসন্ধানে দরপত্র কিনেছে ৭ কোম্পানি

বাংলাদেশ ব্যাংকের সংবাদ সম্মেলন বয়কট করলেন সাংবাদিকরা

দলে ফিরলেন সাকিব-মুস্তাফিজ-সৌম্য

ভোট পড়েছে ৩০-৪০ শতাংশ : সিইসি