রবিবার, ২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ ১৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

অভিবাসীরা আমাদের বড় সম্পদ, তাদের মাধ্যমে সরকার বিপুল পরিমান রেমিটেন্স আয় করছে -জেলা প্রশাসক ড. মুহাম্মদ মোশাররফ হোসেন।

Remitance॥বার্তা কক্ষ॥ জেলা প্রশাসক ড. মুহাম্মদ মোশাররফ হোসেন বলেছেন, অভিবাসীরা আমাদের বড় সম্পদ, তাদের মাধ্যমে সরকার বিপুল পরিমান রেমিটেন্স আয় করছে। তার দেশকে সমৃদ্ধ করছেন, জিডিপিতে অবদান রাখছেন। অভিবাসীদের কল্যাণে সরকার নানা মুখী পদক্ষেপ গ্রহন করছে। সরকারের দেওয়া সকল সুযোগ সুবিধাকে কাজে লাগিয়ে দেশের উন্নয়নে ভূমিকা রাখার জন্য অভিবাসীদের প্রতি আহবান জানান। তিনি বুধবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ব্রাক আয়োজিত নিরাপদ অভিবাসন নিশ্চিত করেন আমাদের করনীয় জেলা পর্যায়ের কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। এস এম শাহীনের সঞ্চালনায় এবং অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ আজাদ ছাল্লাল’র সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জাহিদুল ইসলাম, পাসপোর্ট অধিপ্তরের সহকারী পরিচালক রাজ আহম্মেদ, ব্রাকের প্রোগ্রাম ম্যানেজার নকিত রাজিব আহম্মেদ। এতে অন্যাদেও মধ্যে বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি সৈয়দ মিজানুর রেজা, সাবেক সভাপতি মোঃ আরজু, প্রকৌশলী রফিকুল ইসলাম, জেলা তথ্য অফিসার তারেক মোহাম্মেদ, ব্রাকের সিনিয়র অফিসার আব্দুল মালেক, সাংবাদিক তোফাজুর হোসেন ও জেলা সমাজ কল্যান অধিপ্তরের ভারপ্রাপ্ত উপপরিচালক সহ অভিবাসী প্রতিনিধিরা। কর্মশালায় সরকারী কর্মকর্তা, অভিবাসী, শিক্ষক, সাংবাদিক সহ বিভিন্ন শ্রেনী পেশার প্রতিনিধিরা অংশ গ্রহন করেন।