রবিবার, ১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

উগান্ডায় সংঘর্ষে নিহত ৫৫

image-9567আন্তর্জাতিক ডেস্ক : উগান্ডার পশ্চিমাঞ্চলে নিরাপত্তা বাহিনী ও এক আদিবাসী রাজার মদদপুষ্ট বিচ্ছিন্নতাবাদী মিলিশিয়াদের সংঘর্ষে কমপক্ষে ৫৫ জন নিহত হয়েছেন। খবর টাইমস অব ইন্ডিয়ার।

রবিবার পুলিশের মুখপাত্র অ্যান্ড্রু ফেলিক্স কাউওয়াসি জানান, শনিবার কাসিস শহরে সংঘর্ষে ১৪ পুলিশ কর্মকর্তা ও ৪১ মিলিশিয়া সদস্য নিহত হয়েছে। রোয়েনজুরুর রাজ্য টহল দলের সদস্যরা নিরাপত্তা বাহিনীর সদস্যদের ওপর হামলা চালালে এই সংঘর্ষের সূত্রপাত হয়।

কাউওয়াসি বলেন, ‘শনিবার উগান্ডার পুলিশ ও সেনাবাহিনীর একটি যৌথ দল কাসিস শহরে টহল প্রদানকালে রোয়েনজুরুর রয়েল গার্ড সদস্যরা তাদের ওপর হামলা চালায়। হামলাকারীরা একটি গ্রেনেড নিক্ষেপ করে। এতে নিরাপত্তা বাহিনীর এক সদস্য আহত হয়। পাল্টা হামলায় নিরাপত্তা বাহিনীর গুলিতে চার হামলাকারী নিহত হয়।

তিনি বলেন, এ খবর ছড়িয়ে পড়লে স্থানীয় সাব-কাউন্টিতে উত্তেজনার সৃষ্টি হয়। সকাল থেকে রাত পর্যন্ত দুপক্ষের সংঘর্ষ চলে। হামলাকারীরা বন্দুক, বর্শা ও বিস্ফোরক ডিভাইস ব্যবহার করে। এরা সবাই রয়েল গার্ডসের সদস্য ছিল না।

এ জাতীয় আরও খবর