রবিবার, ১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

যে নারীকে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি বানানোর পরিকল্পনা চলছে

 

আন্তর্জাতিক ডেস্ক :ফক্স নিউজ টেলিভিশনের আন্তর্জাতিক বিষয়াবলী এবং রাজনীতি সংক্রান্ত বিশ্লেষক মনিকা ক্রউলিকে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি বানানোর পরিকল্পনা করছেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন সংবাদমাধ্যম পলিটিকোর এক খবরে এই সম্ভাবনার কথা জানানো হয়েছে।

7b3ea917142b0690a224860c485becfc-583aa12b3bbaa

মনিকা ক্রউলি কেবল ফক্স নিউজ টেলিভিশনের বিশ্লেষক নন, তিনি একই সঙ্গে মার্কিন সংবাদমাধ্যম ওয়াশিংটন টাইমস-এর একজন কলামিস্টও। পলিটিকোর ভাষ্য অনুযায়ী, তিনি ট্রাম্পের একজন গুরুত্বপূর্ণ পরামর্শক।

মনিকার আগে হোয়াইট হাউসের প্রেস সেক্রটারি হিসেবে গুঞ্জন উঠেছিলো লাউরা ইনগ্রাহামের নাম। তিনি রক্ষণশীল রাজৈনৈতিক ভাষ্যকার এবং একটি রেডিও অনুষ্ঠান পরিচালনা করে থাকেন।

উল্লেখ্য, ২০১৭ সালের জানুয়ারিতে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে আনুষ্ঠানিক শপথ গ্রহণ করবেন ট্রাম্প। আর তার আগেই ক্ষমতা হস্তান্তর ও সরকার গঠন প্রক্রিয়ার অংশ হিসেবে প্রশাসনের কর্মকর্তাদের মনোনীত করার কাজ চলছে।

এ জাতীয় আরও খবর