শনিবার, ৪ঠা মে, ২০২৪ খ্রিস্টাব্দ ২১শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

নোয়াখালীর বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়ার ৮ ইউকেটে জয়ী

bb crikatরুহুর কুদ্দুস শাশীম : ৩৪তম ন্যাশনাল ক্রিকেট চ্যাম্পিয়ন শীপ-২০১৪ বাংলাদেশ ক্রিকেট বোর্ড টুনামেন্ট কমিটির আয়োজনে কক্সবাজারের নব নির্মিত শেখ কামাল আর্ন্তজাতিক স্টেডিয়ামে বুধবারের খেলায় বর্তমান চ্যাম্পিয়ন ব্রাহ্মণবাড়িয়া তাদের প্রথম খেলায় নোয়াখালীকে ৮ উইকেটে পরাজিত করে শুভ সূচনা করে। গতকাল বৃষ্টি বিঘœ কার্তেল ওভারের এই ম্যাচে নোয়াখালী টসে জয়লাভ করে প্রথম ব্যাট করার সিদ্ধান্ত গ্রহন করে। ২৪.৫ ওভারে ১০৮ রান করে অল আউট হয়। ব্রাহ্মণবাড়িয়ার পক্ষে বাপ্পী ৪টি,ওয়াসিম ৩টি,রোহান ২টি ও আলম ১টি উইকেট পায়। বিরতির পর ব্রাহ্মণবাড়িয়া ব্যাট করতে নামলে পুনরায় বৃষ্টি শুরু হলে ব্রাহ্মণবাড়িয়া সামনে জয়লাভের জন্য টার্গেট দেওয়া হয় ২৩ ওভারে ১০২ রান। ব্রাহ্মণবাড়িয়া জেলা ১৮.৫ ওভারে ২ উইকেট হারিয়ে ১০৪ রান করে জয়ের লক্ষ্যে পৌছে যায়। ব্রাহ্মণবাড়িয়ার পক্ষে অপরাজিত সর্বোচ্চ ৪৬ রান করেন উইকেট কিপার ব্যাটস্ম্যান আল মামুন, অধিনায়ক সুমন ৩৩ রান করে। আজ ব্রাহ্মণবাড়িয়া জেলা ২য় খেলায় বর্তমান রানার্সআপ চট্রগ্রাম জেলার বিরুদ্ধে গুরুত্বপূর্ণ খেলায় অংশ গ্রহন করবে।


 

এ জাতীয় আরও খবর