বৃহস্পতিবার, ৯ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ ২৬শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

জাতীয় দলের বোলিং কোচ হিথ স্ট্রিক

hithik stickডেস্ক রির্পোট : জাতীয় দলের নতুন বোলিং কোচের নাম ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। জিম্বাবুয়ের সাবেক পেসার হিথ স্ট্রিককে মাশরাফিদের নতুন বোলিং কোচ হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। সোমবার মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন।
সোমবার জালাল ইউনুস বলেন, ‘জিম্বাবুয়ের জাতীয় দলের সাবেক অধিনায়ক হিথ স্ট্রিককে বাংলাদেশ ক্রিকেট দলের বোলিং কোচ হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। তার সঙ্গে দুই বছরের চুক্তি হয়েছে আমাদের। ভারতের বিপক্ষে আসন্ন সিরিজের আগেই বাংলাদেশ দলের সঙ্গে যোগ দেবেন তিনি।’ প্রসঙ্গত আগামী জুন মাসে ১৫, ১৭ ও ১৯ তারিখে ধোনি বাহিনীর বিপক্ষে তিনটি ওয়ানডে খেলবে টাইগাররা।

জিম্বাবুয়ের ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা ক্রিকেটার হিথ স্ট্রিক। তিনি আফ্রিকার দেশটির হয়ে ৬৫টি টেস্ট ও ১৮৯টি ওয়ানডে খেলেন। টেস্টে ২১৬ এবং ওয়ানডেতে ২৩৯টি উইকেট নিয়ে জিম্বাবুয়ের সর্বোচ্চ উইকেটশিকারিও তিনি। টেস্টে জিম্বাবুয়ের পক্ষে আর কারও ১০০ উইকেটই নেই। আর ওয়ানডেতে নেই ২০০ উইকেটের মাইলফলক।

প্রসঙ্গত, বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সোমবার বোলিং কোচের বিষয়ে সিদ্ধান্ত জানানোর আগে গত সপ্তাহে বাংলাদেশ ক্রিকেট দলের প্রধান কোচ হিসেবে শ্রীলংকার চন্দ্রিকা হাথুরুসিংহের নাম ঘোষণা করে।

এ জাতীয় আরও খবর

ঢাকায় ভারতের পররাষ্ট্রসচিব বিনয় কোয়াত্রা

পণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি অনেকাংশে সংযত করতে পেরেছি; সংসদে প্রধানমন্ত্রী

পুলিশ হেফাজতে মৃত্যু : ওসি, ডাক্তার ও জেল সুপারের বিরুদ্ধে মামলা

দুই পোলিং এজেন্টসহ তিনজনকে কারাদন্ড

ওমরাহ পালন শেষে দেশে ফিরলেন মির্জা ফখরুল

ফিলিস্তিনিদের দুর্দশা কমাতে মুসলিম দেশগুলোর ঐক্য প্রয়োজন : প্রধানমন্ত্রী

দেশে নতুন করে গুমের সংখ্যা বাড়ছে : রিজভী

ঝিনাইদহ-১ আসনের উপ-নির্বাচনে বাধা নেই

সমুদ্রে তেল গ্যাস অনুসন্ধানে দরপত্র কিনেছে ৭ কোম্পানি

বাংলাদেশ ব্যাংকের সংবাদ সম্মেলন বয়কট করলেন সাংবাদিকরা

দলে ফিরলেন সাকিব-মুস্তাফিজ-সৌম্য

ভোট পড়েছে ৩০-৪০ শতাংশ : সিইসি