রবিবার, ২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ ১৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

১৩ বছর বয়সেই এভারেস্ট জয় করেছে পূর্ণা

image_88559.0মাত্র ১৩ বছর বয়সে এভারেস্ট জয় করে রেকর্ড সৃষ্টি করল ভারতেরা অন্ধ্র প্রদেশবাসী পূর্ণা। তাঁর সঙ্গী ছিল আনন্দ নামের এক নাবালক। অন্ধ্র প্রদেশের নিজামবাদের  বাসিন্দা পূর্ণা এবং পাশের খাম্মামের বাসিন্দা আনন্দের। পূর্ণা ও আনন্দ দুজনেই নবম শ্রেণীতে পড়ুয়া। গত নভেম্বর মাসে যাত্রা শুরু করেছিল পূর্ণা, আনন্দসহ আরো বেশ কয়েকজন নাবালক-নাবালিকা। তাঁরা প্রত্যেকেই একই এলাকার বাসিন্দা। কিন্তু, অতিরিক্ত ছোট হওয়ায় কোনো রকম প্রশিক্ষণ দিতে তাদের অস্বীকার করা হয়। কিন্তু, তা সত্ত্বেও মনের জোরকে সম্বল করে তারা পাড়ি দেয় স্বপ্নপূরণের লক্ষ্যে। যাওয়ার আগে আত্মবিশ্বাসের সঙ্গে পূর্ণা জানিয়েছিল, এভারেস্ট শৃঙ্গ জয় করে ঠিক ফিরে আসব। ভবিষ্যৎ জীবনে আইপিএস কর্মকর্তা হওয়ার স্বপ্নটাও নিশ্চয় এভাবেই সফল করে ফেলবে পূর্ণা।