শনিবার, ১৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

তুরস্কে বিমানবন্দরে হামলায় আইএসকে সন্দেহ

696c01310c353fb6af9c92b053be8a26-Istanbul-03আন্তর্জাতিক ডেস্ক : তুরস্কের ইস্তাম্বুলের আতাতুর্ক আন্তর্জাতিক বিমানবন্দরে গুলি ও বোমা হামলায় ৩৬ জন নিহত হয়েছে। আহত হয়েছে প্রায় দেড় শ মানুষ। গতকাল মঙ্গলবার রাতের রক্তক্ষয়ী এই হামলার জন্য জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটকে (আইএস) সন্দেহ করা হচ্ছে। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।

দেশটির কর্মকর্তাদের ভাষ্য, তিন হামলাকারী বিমানবন্দরের টার্মিনালের ভেতরে ও বাইরে প্রথমে নির্বিচারে গুলি ছোড়ে। তাদের লক্ষ্য করে পুলিশ গুলি ছুড়লে হামলাকারীরা বোমায় নিজেদের উড়িয়ে দেয়।

তুরস্কের প্রধানমন্ত্রী বিনালি ইলদিরিম বলেছেন নিরীহ লোকজনকে লক্ষ্য করে চালানো এই হামলা একটি গর্হিত কাজ। এ হামলা একটি পরিকল্পিত সন্ত্রাসী কাজ।

বিমানবন্দরে সাংবাদিকদের বিনালি ইলদিরিম বলেন, প্রাথমিক তথ্যে দেখা যায়, তিন আত্মঘাতী বোমা হামলাকারী গুলি ছোড়ার পর নিজেদের উড়িয়ে দিয়েছে। হামলাকারীরা ট্যাক্সিতে করে বিমানবন্দরে আসে। প্রাথমিক তথ্য আইএসের জড়িত থাকার বিষয়টি ইঙ্গিত করছে।

হামলার প্রাথমিক তদন্ত সম্পর্কে অবগত যুক্তরাষ্ট্রের সন্ত্রাসবাদবিরোধী দুই কর্মকর্তার ভাষ্য, এখন পর্যন্ত কোনো প্রমাণ না পেলেও এই হামলার জন্য আইএসকে সন্দেহের শীর্ষে রাখা হয়েছে।

নাম প্রকাশ না করা ওই মার্কিন কর্মকর্তারা বলেন, নিরীহ লক্ষ্যের (সফট টার্গেট) বিরুদ্ধে আত্মঘাতী বোমা হামলাকারীদের ব্যবহারের বিষয়টি আইএসের সঙ্গেই বেশি যায়। অন্য সন্দেহভাজন নিষিদ্ধ পিকেকে সাধারণত সরকারি লক্ষ্যবস্তুর বিরুদ্ধে হামলা চালায়।

হামলার পর নয় ঘণ্টা পেরিয়ে গেলেও কোনো গোষ্ঠী দায় স্বীকার করেনি।

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান বলেছেন, জঙ্গিদের বিরুদ্ধে বৈশ্বিক লড়াইয়ে এই হামলা একটি মোড় ঘোরানো ঘটনা হিসেবে কাজ করা উচিত।

এরদোয়ান বলেন, ‘আজ ইস্তাম্বুলে যে বোমা বিস্ফোরিত হলো, তা বিশ্বের যেকোনো শহরে হতে পারত।’

হামলায় হতাহতের সংখ্যা সম্পর্কে তুরস্কের প্রধানমন্ত্রী জানান, অন্তত ৩৬ জন নিহত হয়েছে। আহত হয়েছে অনেকে। আহত ব্যক্তিদের মধ্যে কারও কারও অবস্থা গুরুতর। হামলার শিকার হওয়া ব্যক্তিদের মধ্যে বিদেশিরা থাকতে পারেন।

তুরস্কের বিচারমন্ত্রী বেকির বোজদাগ বলেন, হামলায় কমপক্ষে ১৪৭ জন আহত হয়েছে।

দেশটির এক কর্মকর্তার ভাষ্য, হামলায় নিহত ব্যক্তিদের অধিকাংশই তুরস্কের নাগরিক। তবে নিহত ব্যক্তিদের মধ্যে বিদেশিরাও আছে।

হামলায় যেসব বিদেশি নাগরিক নিহত হয়েছে, তাদের পরিচয় জানা যায়নি।

হামলার পরিপ্রেক্ষিতে বিমানবন্দরে ভীতিকর পরিস্থিতি সৃষ্টি হয়। লোকজন দৌড়াদৌড়ি করতে থাকে। হামলা থেকে নিজেদের রক্ষা করার চেষ্টা করে।

হামলার পর বিমানবন্দরে সব ফ্লাইট সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়। কিছু ফ্লাইট অন্যত্র সরিয়ে দেওয়া হয়। পরে দেশটির প্রধানমন্ত্রী জানান, বিমান চলাচল ফের শুরু হয়েছে।

হামলার নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্র। তারা তুরস্কের পাশে থাকার ঘোষণা দিয়েছে। জার্মানি থেকেও একই ধরনের ঘোষণা এসেছে।

সন্ত্রাস-উগ্রবাদের বিরুদ্ধে বৈশ্বিক তৎপরতা জোরদার করার আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহারে পিছিয়ে বাংলাদেশের নারীরা

জালভোট পড়লেই কেন্দ্র বন্ধ হবে : ইসি হাবিব

‘ডেঙ্গু আক্রান্তের সংখ্যা নিয়ে মেয়র তাপস মনগড়া বক্তব্য দিয়েছেন’

কানে উত্তাপ ছড়াচ্ছেন লাস্যময়ী ভাবনা

পশুর জন্য প্রাকৃতিক খাদ্যের উৎপাদন বাড়াতে হবে: প্রাণিসম্পদ মন্ত্রী

নরসিংদীতে বজ্রপাতে মা-ছেলেসহ নিহত ৪

জাতি-ধর্ম নির্বিশেষে কেউ যেন বৈষম্যের শিকার না হন : রাষ্ট্রপতি

রাঙামাটিতে ইউপিডিএফ কর্মীসহ দু’জনকে গুলি করে হত্যা

ওবায়দুল কাদেরের প্রশ্ন; সাংবাদিকরা বাংলাদেশ ব্যাংকে ঢুকবে কেন

ব্রাহ্মণবাড়িয়ায় লিচুর বাগান পরিচর্যায় ব্যস্ত মালিকরা, আশানুরুপ ফলনের আশা

প্রশংসার পর সমালোচনা, কানে আলোচনায় ঐশ্বরিয়া

তাইওয়ানের পার্লামেন্টে তুমুল হাতাহাতি (ভিডিও)