রবিবার, ১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

আপনি কি গভীর ঘুম চান? তাহলে…

20449-boroলাইফস্টাইল ডেস্ক : শান্তিতে ঘুমাতে কে না চায়! কিন্তু অনেকেই আছেন হাজার চেষ্টা করেও রাতে সঠিক সময়ে ঘুমাতে পারেন না। আবার অনেকে নিদ্রাহীনতায় ভোগেন। ফলে পরদিন ক্লান্তি আর অবসাদ, কাজে ব্যাঘাত, মেজাজ খিটখিটে থাকাসহ পুরো দিনটা বাজে যাওয়া। ঘুম না হওয়ার এই কষ্টকর সমস্যাটির সমাধান কিন্তু আছে হাতের মুঠোতেই। চলুন জেনে নেওয়া যাক সেগুলো-

১. নির্দিষ্ট সময়ে বিছানায় যানঃ-
সবারই ঘুমের একটি নির্দিষ্ট সময় রয়েছে। আপনি রাতের যে সময়টায় ঘুমাতে যেতে অভ্যস্ত, সেই সময় মেনে চলুন। একটু আগে আগে ঘুমাতে যাওয়াই ভালো। সেই সঙ্গে সকালে একই সময়ে ঘুম থেকে ওঠার অভ্যাস করুন। যদি গভীর রাতে বিছানায় যাওয়ার অভ্যাস থাকে, তবে নতুন করে আগে বিছানায় যাওয়ার সময় বেঁধে নিন।

২. প্রযুক্তিকে ‘না’ বলুনঃ-
সব ইলেকট্রনিক যন্ত্রপাতি বন্ধ করে রাখুন। বর্তমানে কোনো বিশেষ কাজ ছাড়াই আমাদের রাত জাগার অন্যতম কারণ যত গ্যাজেট। এগুলো চব্বিশ ঘণ্টা আমাদের ব্যস্ত রাখতে পারে। বিছানায় ওঠার পর স্মার্টফোন, ল্যাপটপ বা টেলিভিশন বন্ধ করে দিন। ঘুম কম হলে পরদিন কাজের ওপর নেতিবাচক প্রভাব পড়ে।

৩. ঘুমবান্ধব শয়নকক্ষঃ-
আসলে আরামদায়ক পরিবেশ ছাড়া ঘুম হয় না। ঘরটাকে এমনভাবে সাজিয়ে নিন যেন তা কেবল ঘুমের কাজেই ব্যবহৃত হয়। পরিবেশটা শীতল রাখুন। চোখে অস্বস্তি সৃষ্টি করে এমন আলো ব্যবহার করবেন না। আলো-আঁধারি বেশ কাজে দিতে পারে। জানালায় গাঢ় রঙের পর্দা ব্যবহার করুন।

৪. আরামের বিছানা-বালিশঃ-
গা এলিয়ে দেওয়ার পর আরাম বোধ না করলে ঘুম হবে না। এর জন্য স্বস্তিকর বিছানা, চাদর, বালিশ ইত্যাদি কিনতে হবে। বিশেষজ্ঞরা বলেন, একটি বাগানে প্রবেশ করার পর যেমন মনে শান্তি চলে আসে, তেমনি আরাম অনুভূত হবে বিছানায় শোয়ার পর।

৫. ব্যায়াম এড়াবেন নাঃ-
যদি নিয়মিত ব্যায়ামের অভ্যাস থাকে, তবে তা এড়ানোর চেষ্টা করবেন না। শরীরচর্চা শক্তি ক্ষয় করে। কাজেই ক্লান্তি ভর করে। আর ক্লান্ত দেহে ঘুম অনেক গভীর হয়। ঘুমাতে যাওয়ার তিন-চার ঘণ্টা আগে ব্যায়াম শেষ করতে পারেন।

এ জাতীয় আরও খবর