সোমবার, ২০শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

অস্তিত্বের লড়াইয়ে আজ মুখোমুখি সাকিব-মুস্তাফিজ

photo-1464161202স্পোর্টস ডেস্ক : সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমানদের মুখোমুখি লড়াইয়ে বাড়তি উন্মাদনা তৈরি করে। গ্রুপ পর্বের দুটি ম্যাচের পর বাংলাদেশি দুই তারকার আরো একটি লড়াই দেখার সুযোগও পেল ক্রিকেটপ্রেমীরা। আজ আবার মুখোমুখি হচ্ছে সাকিবের কলকাতা নাইট রাইডার্স ও মুস্তাফিজের সানরাইজার্স হায়দরাবাদ। বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় মাঠের লড়াইয়ে নামবে দুই দল। দিল্লির ফিরোজ শাহ কোটলায় হবে ম্যাচটি।

এর আগে গত রোববার মুস্তাফিজের দল হায়দরাবাদকে হারিয়ে প্লে-অফে জায়গা করে নিয়েছিল সাকিবের দল কলকাতা। পয়েন্ট তালিকায় তারা আছে চতুর্থ স্থানে। তৃতীয় স্থানে আছে হায়দরাবাদ।

গ্রুপ পর্বের প্রথম দুটি ম্যাচেই হায়দরাবাদকে হারের স্বাদ দিয়েছিল কলকাতা। গত এপ্রিলে আইপিএলের অষ্টম ম্যাচে কলকাতা জিতেছিল ৮ উইকেটের বড় ব্যবধানে। আর গত রোববার সাকিবের দল আবার মুস্তাফিজদের হারিয়েছে ২২ রানে। ফলে এলিমিনেটর ম্যাচের আগেও হয়তো মানসিকভাবে কিছুটা এগিয়েই থাকবেন সাকিবরা।

গ্রুপ পর্বের প্রথম ম্যাচে ব্যাট হাতে মাঠেই নামতে হয়নি সাকিবকে। ফলে সাকিব-মুস্তাফিজের ব্যাট-বলের লড়াই দেখার সৌভাগ্য হয়নি বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের। তবে গতকাল মুস্তাফিজের বল মোকাবেলা করতে হয়েছে সাকিবকে। ‘ফিজের’ ছয়টি বল খেলে সাকিব করতে পেরেছেন মাত্র ৪ রান। সেটাও ইনিংসের একেবারে শেষ পর্যায়ে, ১৭ ও ১৯তম ওভারে, যখন ঝড়ো ব্যাটিং করে দলের সংগ্রহটা বড় করে নেওয়ার সর্বোচ্চ চেষ্টা করেন ব্যাটসম্যানরা। ফলে মুখোমুখি লড়াইয়ে সাকিবের চেয়ে কিছুটা এগিয়েই রাখা যায় মুস্তাফিজকে। এখন ফাইনালে যাওয়ার বাঁচা-মরার লড়াইয়ে তাঁরা একে অপরকে কীভাবে মোকাবেলা করবেন, সেটাই দেখার ব্যাপার।

আইপিএলে এখন পর্যন্ত সাত ইনিংসে ব্যাটিং করে সাকিব করেছেন ১১৪ রান। বল হাতে নিয়েছেন পাঁচটি উইকেট। আর মুস্তাফিজ ১৪ ম্যাচে বোলিং করে নিয়েছেন ১৬টি উইকেট। আইপিএলের এবারের আসরে সর্বোচ্চ উইকেটশিকারিদের তালিকায় তাঁর নামটি আছে চতুর্থ স্থানে। সবচেয়ে বেশি, ১৯টি উইকেট নিয়েছেন ব্যাঙ্গালোরের যুবেন্দ্র চাহাল।

এ জাতীয় আরও খবর

উপজেলা নির্বাচনের দ্বিতীয় ধাপে ১১৬ কোটিপতি প্রার্থী : টিআইবি

পাওয়া গেছে ইরানের প্রেসিডেন্টকে বহনকারী হেলিকপ্টার

হেলিকপ্টার বিধ্বস্তে ইরানের প্রেসিডেন্টের মৃত্যুর শঙ্কা

কোভ্যাক্সিনের টিকায়ও হচ্ছে ভয়ঙ্কর পার্শ্বপ্রতিক্রিয়া!

রোহিঙ্গাদের প্রত্যাবাসনের স্থায়ী সমাধান জরুরি : পররাষ্ট্রমন্ত্রী

এক পা জেলে রেখেই রাজনীতি করি আমরা, প্রিজন ভ্যান থেকে ইশরাক

সারা দেশে টানা ৩ দিন হতে পারে বৃষ্টি

কালশীর সড়কে যান চলাচল শুরু

ব্যবসায়ীকে হত্যার দায়ে সাতজনের মৃত্যুদণ্ড, সাতজনের যাবজ্জীবন

সোনার ভ‌রি এক লাখ সাড়ে ১৯ হাজার ছাড়াল

আছড়ে পড়ল ইরানের প্রেসিডেন্টকে বহনকারী হেলিকপ্টার

নববধূর সাজে ইধিকা, বিয়ে করেছেন শাকিবের প্রিয়তমা?