শনিবার, ৪ঠা মে, ২০২৪ খ্রিস্টাব্দ ২১শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বিজয়নগরে সংঘর্ষে আহত ছাত্রলীগ নেতার মৃত্যু, গ্রেপ্তার ১

madar.thumbnailবিজয়নগর উপজেলার ইসলামপুর গ্রামে দু’দল গ্রামবাসীর সংঘর্ষে আহত ছাত্রলীগ নেতা আমির হোসেন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। আহত হওয়ার ৪ দিন পর গতকাল সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। মৃত আমির হোসেন চর-ইসলামপুর গ্রামের আরজু মিয়ার ছেলে। তিনি চর-ইসলামপুর ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলেন। এ ঘটনায় পুলিশ গতকাল সকালে ১ জনকে গ্রেপ্তার করেছে। এলাকাবাসী ও পুলিশ জানায়, বাড়ির সামনের রাস্তা নিয়ে চর-ইসলামপুর ইউনিয়নের ইসলামপুর গ্রামের বড় বাড়ির লোকদের সঙ্গে ইউনিয়ন বিএনপির সভাপতি মিয়াচান মিয়ার বাড়ির লোকদের বিরোধ চলে আসছিল। এর জের ধরে গত শুক্রবার বিকালে মিয়া চানমিয়ার লোকদের সঙ্গে বড় বাড়ির লোকদের সংঘর্ষ হয়। সংঘর্ষে  বড় বাড়ির আরজু মিয়ার ছেলে আমির হোসেন সহ ১০ জন আহত হন। আহত অবস্থায় আমির হোসেনকে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে তার অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ভোরে তিনি মারা যান। এ ব্যাপারে বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রসুল আহমেদ নিজামী বলেন, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। আমরা ১ জনকে গ্রেপ্তার করেছি।

এ জাতীয় আরও খবর