বুধবার, ২২শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ ৮ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

ভারতে পাঠ্যপুস্তকে গরুর চিঠি!

photo-1462851084আন্তর্জাতিক ডেস্ক : হিন্দুত্ববাদী এজেন্ডা সামনের দিকে এগিয়ে নিতে প্রথমবারের মতো গরুবিষয়ক মন্ত্রণালয় গঠন করেছিল ভারতের রাজস্থান রাজ্য। এবার সেই রাজ্যেই গরু নিয়ে আরো একটি বিতর্কিত পদক্ষেপ নেওয়া হয়েছে।

রাজ্যটির স্কুল পর্যায়ের বইগুলো সংশোধন করে নতুন একটি অধ্যায় সংযোজন করা হয়েছে। যেখানে একটি গরু মা হিসেবে স্কুলের শিক্ষার্থীদের উদ্দেশে চিঠি লিখেছে।

টাইমস অব ইন্ডিয়ার (টিওআই) খবরে বলা হয়, পঞ্চম শ্রেণির হিন্দি ভাষার পাঠ্যবইয়ের হিন্দু দেব-দেবীর পরিচিতি অধ্যায়ে বড় করে গরুর ছবি যুক্ত করা হয়েছে। সেখানে উল্লেখ করা হয়েছে, গরুকে মায়ের মতো সম্মান করলে মানুষের কত উপকার হতে পারে।

শিক্ষার্থীদের ‘আমার পুত্র ও কন্যারা’ বলে সম্বোধন করে গরুর পক্ষ থেকে লেখা চিঠিতে বলা হয়েছে, ‘আমি তোমাদের প্রত্যেককে দীর্ঘ জীবন, বুদ্ধিমত্তা, সুস্বাস্থ্য, আনন্দ এবং সমৃদ্ধি দিতে পারি। যারা আমার গুরুত্ব অনুধাবন করে আমাকে নিজের মায়ের মতো বিবেচনা করবে, আমিও তাদের সন্তানের মতো ভালোবাসব।’

এরপর চিঠিতে মানবসমাজের জন্য গরুর অবদানের কথা তুলে ধরা হয়েছে। গরুটি লিখেছে, ‘দুধ, মাখন এবং ঘি উৎপাদনের মাধ্যমে আমি মহৌষধের ব্যবস্থা করি। আমার মূত্র এবং বর্জ্য থেকে ওষুধ, কীটনাশক আর সার তৈরি হয়। আমার সন্তান বলদ জমি চাষে তোমাদের সহায়তা করে। এ ছাড়া শ্বাস-প্রশ্বাসের সঙ্গে আমি পরিবেশ বিশুদ্ধ করি।’

পাঠ্যবইয়ে সংযোজিত এই অধ্যায়টির দারুণ প্রশংসা করেছেন গো-পালন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী ওতারাম দিওয়াসি। তিনি টিওআইকে বলেন, ‘গরুর উপকারিতা সম্পর্কে সচেতনতা সৃষ্টির বিষয়ে এটি একটি ইতিবাচক পদক্ষেপ।’

তবে এই অধ্যায় শুধু শিক্ষার্থীদের জানা বা পড়ার জন্য যুক্ত করা হয়েছে। এখান থেকে পরীক্ষায় কোনো প্রশ্ন করা হবে না বলেও জানিয়েছে কর্তৃপক্ষ।

এ জাতীয় আরও খবর

খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজ নিলেন ফখরুল

খাদ্য কর্মকর্তার ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল

‘উন্নত দেশগুলো জলবায়ু পরিবর্তন সংক্রান্ত প্রতিশ্রুতি দিলেও বাস্তবায়নে ব্যর্থ’

ইসির নতুন সচিব শফিউল আজিম, জাহাংগীর আলমকে জননিরাপত্তায় বদলি

ঈদগাঁওয়ে প্রথম নির্বাচনেই সহিংসতা, যুবক খুন

সরকারি সংস্থার তথ্য চুরি ও অনলাইনে বিক্রির ঘটনা আতঙ্কজনক: টিআইবি

২৪ ঘণ্টায় প্রায় ৩০০ ফিলিস্তিনি হতাহত

ময়মনসিংহে গর্তে পাওয়া তিন মরদেহ একই পরিবারের, ধারণা পুলিশের

শ্রীপুরে গুলিতে যুবক নিহত

দ্বিতীয় ধাপের উপজেলা নির্বাচনে চেয়ারম্যান হলেন যারা

আইপিএলের ফাইনালে কলকাতা

যুক্তরাষ্ট্রের কাছে লজ্জার হার বাংলাদেশের