রবিবার, ১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

বিশ্বজয়ের স্বপ্ন দেখিয়ে শিশুদের আলোকিত করে গড়ে তুলতে হবে – পুলিশ সুপার

Brahmanbaria Shishunattom Photo-1 (1)ব্রাহ্মণবাড়িয়ায় বর্ণাঢ্য উৎসব আয়োজন ও বর্ণিল পরিবেশে ব্রাহ্মণবাড়িয়া শিশু নাট্যম আয়োজিত আর. এ. কে সিরামিকস ২৫তম বার্ষিক শিশু চিত্রকলা প্রদর্শনী ও সাংস্কৃতিক উৎসব শুরু হয়েছে। গতকাল বুধবার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত ভাষা চত্বরে ৪ দিন ব্যাপী এ উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান পিপিএম। উদ্বোধনী বক্তৃতায় তিনি বলেন, ব্রাহ্মণবাড়িয়া ঐতিহ্যে আলোকিত এক জনপদ। এই জনপদে ৩০ বছরের একটি শিশু সংগঠন শিশু নাট্যম আজকের শিশুদের আলোর ধারায় ধূমকেতুর মতো গড়ে তুলছে। ক্ষুদে শিশুরা মনের মাধুরি মিশিয়ে সুপ্ত প্রতিভার বিকাশ ঘটাচ্ছে। শিশু বয়স থেকেই সৃজনশীল সৃষ্টিতে ভূমিকা রাখছে। তিনি বলেন, শিশুদের সুযোগ্য করে গড়ে তুলতে তাদেরকে সুযোগ দিতে হবে। বিশ্ব জয়ের স্বপ্ন দেখাতে হবে। তিনি শিশুদের সুরক্ষায় গড়ে তুলতে অভিভাবকদের সচেতনতার উপর গুরুত্বারোপ করে বলেন, শিশুদের আলোকিত করে গড়ে তুলতে সকলকে দায়িত্ব নেয়ার আহ্বান জানান। তিনি বলেন, শিশুদেও পথ চলায় আমরা সব সময় পাশে থাকব। অনুষ্ঠানে বিশেষ অতিথি নব নির্বাচিত পৌর মেয়র মিসেস নায়ার কবির বলেন, ৩০ বছরের এই সংগঠনটির শুরুতে পাশে ছিলাম। এতে আমি গর্বিত। সংগঠনের সম্পাদক নিয়াজ মোহাম্মদ খান বিটু শিশুতোষ কার্যক্রমে অনবধ্য ভূমিকা রাখছে। তিনি বলেন, ব্রাহ্মণবাড়িয়ার শিশুদের সংস্কৃতি চর্চায় শিশুদেও সঠিকভাবে গড়ে তোলার ক্ষেত্রে যা প্রয়োজন সে ক্ষেত্রে নিবেদিত ছিলাম থাকব। অনুষ্ঠানে সংগঠনের সভাপতি মোঃ মাশুকুল ইসলাম মাশুকের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সম্পাদক নিয়াজ মোহাম্মদ খান বিটু। বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট তাসলিমা সুলতানা খানম নিশাত, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের আহ্বায়ক সৈয়দ মিজানুর রেজা, জেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক এ. আর. ওসমান গণি সজিব প্রেস ক্লাবের সহ সভাপতি আল আমীন শাহীন। প্রকৌশলী ফারজানা বিনতে খান খেয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন দীপ্ত মোদক। আনুষ্ঠানিকভাবে ফিতা কেটে উদ্বোধনের পর অতিথিবৃন্দ ব্রাহ্মণবাড়িয়া শিশুনাট্যমের প্রায় তিন শতাধিক শিশুর আঁকা এক হাজারেরও বেশি ছবি ঘুরে দেখেন এবং ক্ষুদে শিল্পীদের মেধা দীপ্ততার ভূয়শী প্রশংসা করেন। অনুষ্ঠানে জাতীয় বীর আব্দুল কুদ্দুস মাখন স্মৃতি চিতাংকন প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরন করা হয়। পরে ব্রাহ্মণবাড়িয়া শিশু নাট্যমের সংগীত বিভাগের শিল্পীরা মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে। আজ বৃহস্পতিবার দ্বিতীয় দিনে বিকেল ৩টায় আবৃত্তি প্রতিযোগিতা। বিকাল ৫টায় আলোচনা সভা। সন্ধ্যা ৬টায় ব্রাহ্মণবাড়িয়া শিশু নাট্যম সাংস্কৃতিক অনুষ্ঠান ও ঊষা নৃত্যালয় নৃত্য পরিবেশন করবেন। চারদিনব্যাপী এ উৎসবে প্রতিদিন ব্যাপক অনুষ্ঠানমালা রয়েছে।

 

এ জাতীয় আরও খবর