শনিবার, ৪ঠা মে, ২০২৪ খ্রিস্টাব্দ ২১শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

সমাজ এবং মানুষের জন্য মরহুম ফজলুল করিম অনন্য ভূমিকা রেখে গেছেন

ব্রাহ্মণবাড়িয়া জেলা নাগরিক কমিটির আয়োজনে শুক্রবার ব্রাহ্মণবাড়িয়া উচ্চ বিদ্যালয়ের হলরুমে জেলা নাগরিক কমিটির সহ সভাপতি মরহুম ফজলুল করিমের মৃত্যুতে দোয়া, মিলাদ মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা নাগরিক কমিটির সভাপতি প্রবীন আইনজীবি আলহাজ্ব এডঃ আব্দুস সামাদের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা নাগরিক কমিটির সিনিয়র সহ সভাপতি বিশিষ্ট চিকিৎসক আলহাজ্ব ডাঃ বজলুর রহমান, জেলা নাগরিক কমিটির সাধারণ সম্পাদক আলহাজ্ব এডঃ হাবিবুল্লাহ্, জেলা আইনজীবি সমিতির সাধারণ সম্পাদক এডঃ তারিকুল ইসলাম খান রুমা, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সহ সভাপতি আল আমিন শাহীন, জেলা নাগরিক কমিটির নির্বাহী সদস্য এডঃ এ কে সামসুদ্দিন, জেলা নাগরিক কমিটির অর্থ সম্পাদক আলহাজ্ব সাইদুর রহমান সর্দার, বিশিষ্ট সমাজসেবক মোঃ আক্তার হোসেন, জেলা নাগরিক কমিটির সাংগঠনিক সম্পাদক এডঃ সৈয়দ মোস্তাফিজুর রহমান নোমান, এডঃ আব্দুল মালেক, বিশিষ্ট ঠিকাদার মোবারক হোসেন, জেলা নাগরিক কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক বিষ্ণুপদ দেব, পৌর নাগরিক কমিটির সভাপতি এডঃ মকবুল হোসেন তালুকদার, জেলা নাগরিক কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুস সালাম, কৃষিবিদ হাবিবুর রহমান প্রমুখ। সভা পরিচালনা করেন জেলা নাগরিক কমিটির নির্বাহী সদস্য মোঃ ইস্কান্দার মির্জা। সভায় বক্তাগণ বলেন, ব্রাহ্মণবাড়িয়া জেলা নাগরিক কমিটির সহ সভাপতি আলহাজ্ব ফজলুল করিম সমাজ এবং মানুষের কল্যাণে অনন্য ভূমিকা রেখে গেছেন। বিভিন্ন সেবামূলক সামাজিক প্রতিষ্ঠানে কৃতি সংগঠক ফজলুল করিমের অবদান স্মরণীয় হয়ে থাকবে। পরে দোয়া মাহফিল পরিচালনা করেন টেংকের পাড় জামে মসজিদের পেশ ইমাম।

এ জাতীয় আরও খবর