শনিবার, ১৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

আস্থার প্রতিদান দিতে চান মাহমুদউল্লাহ

photo-1460468981স্পোর্টস ডেস্ক : টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি-যে ঘরানার ক্রিকেটই হোক না কেন, বাংলাদেশ জাতীয় দলের অন্যতম ভরসার নাম মাহমুদউল্লাহ। কখনো ব্যাট হাতে, আবার কখনো বল হাতে দলের সাফল্যে অবদান রেখেই চলছেন তিনি। জাতীয় দলের হয়ে বেশ কিছুদিন ধরে দারুণ সাফল্য পাওয়া এই ক্রিকেটার এবার ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগেও সেই ধারাবাহিকতা ধরে রাখতে চান।

আসন্ন প্রিমিয়ার লিগে শেখ জামাল ধানমণ্ডি ক্লাবের হয়ে খেলবেন মাহমুদউল্লাহ। লটারিতে সর্বপ্রথম শেখ জামাল তাঁকে বেছে নিয়েছে। দলটি তাঁর প্রতি যে আস্থা রেখেছে, তারই প্রতিদান দিতে চান তিনি।

আজ মঙ্গলবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে অনুশীলন শেষে মাহমুদউল্লাহ বলেন, ‘জাতীয় দল হোক আর ঘরোয়া আসর, যখন যে দলে খেলে থাকি, আমার চেষ্টা থাকে নিজের সেরাটা দেওয়ার। ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং প্রতিটি ক্ষেত্রেই আমার চেষ্টা থাকে ভালো কিছু করা। হয়তো সব সময় সাফল্য পাওয়া সম্ভব নয়। তবে কখনোই নিজের চেষ্টার কোনো ঘাটতি থাকে না।’

তবে দল তাঁর প্রতি যে আস্থা রেখেছে তার প্রতিদান দিতে চান মাহমুদউল্লাহ, ‘খুবই ভালো লাগছে শেখ জামাল ধানমণ্ডি ক্লাব আমার ওপর যে আস্থা রেখেছে। এখন আমার দায়িত্ব সেই আস্থার প্রতিদান দেওয়া। আমি দৃঢ় আশাবাদী দলকে সাফল্য এনে দিতে।’

এবারের আসরে শেখ জামাল অবশ্য তারুণ্যনির্ভর দল গঠন করেছে। এই দল নিয়ে ভালো করা চ্যালেঞ্জ বলেই মনে করেন মাহমুদউল্লাহ, ‘আমাদের এই দলে তরুণ ক্রিকেটারদের আধিক্য এটা ঠিক। আমার বিশ্বাস, তরুণ ক্রিকেটাররা এই সুযোগটাকে ভালোভাবেই কাজে লাগাবে। তবে এটাও ঠিক, এই দল নিয়ে ভালো করা কিছুটা চ্যালেঞ্জই বটে।’

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহারে পিছিয়ে বাংলাদেশের নারীরা

জালভোট পড়লেই কেন্দ্র বন্ধ হবে : ইসি হাবিব

‘ডেঙ্গু আক্রান্তের সংখ্যা নিয়ে মেয়র তাপস মনগড়া বক্তব্য দিয়েছেন’

কানে উত্তাপ ছড়াচ্ছেন লাস্যময়ী ভাবনা

পশুর জন্য প্রাকৃতিক খাদ্যের উৎপাদন বাড়াতে হবে: প্রাণিসম্পদ মন্ত্রী

নরসিংদীতে বজ্রপাতে মা-ছেলেসহ নিহত ৪

জাতি-ধর্ম নির্বিশেষে কেউ যেন বৈষম্যের শিকার না হন : রাষ্ট্রপতি

রাঙামাটিতে ইউপিডিএফ কর্মীসহ দু’জনকে গুলি করে হত্যা

ওবায়দুল কাদেরের প্রশ্ন; সাংবাদিকরা বাংলাদেশ ব্যাংকে ঢুকবে কেন

ব্রাহ্মণবাড়িয়ায় লিচুর বাগান পরিচর্যায় ব্যস্ত মালিকরা, আশানুরুপ ফলনের আশা

প্রশংসার পর সমালোচনা, কানে আলোচনায় ঐশ্বরিয়া

তাইওয়ানের পার্লামেন্টে তুমুল হাতাহাতি (ভিডিও)