শনিবার, ১৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

ডি সিলভার স্থলাভিষিক্ত হচ্ছেন জয়সুরিয়া

Jayasuriya-1স্পোর্টস ডেস্ক : আবারও শ্রীলঙ্কা ক্রিকেট দলের নির্বাচক কমিটির চেয়ারম্যানের পদে বসতে যাচ্ছেন সাবেক ক্রিকেটার সনাথ জয়সুরিয়া। বোর্ড তার নিয়োগের বিষয়টি অনেকটাই নিশ্চিত করে ফেলেছে। তবে এখন শুধু ঘোষণা দেওয়ার আনুষ্ঠানিকতা বাকি। এক্ষেত্রে ক্রীড়ামন্ত্রীর অনুমোদন বাকি রয়েছে।
শ্রীলঙ্কা ক্রিকেটে বোর্ডের (এসএলসি) প্রেসিডেন্ট থালিঙ্গা সুমাথিপালা বলেন, ‘শ্রীলঙ্কা ক্রিকেটকে একটি নতুন পথে নিতে বেশ কিছু পরিবর্তনের প্রয়োজন রয়েছে। ফলে আমরা নির্বাচকদের নতুন চেয়ারম্যান হিসেবে সনাথ জয়সুরিয়াকে নিয়োগ দিতে চাচ্ছি।’
বর্তমান নির্বাচক অরিবন্দ ডি সিলভা শুধুমাত্র টি২০ বিশ্বকাপের জন্য নির্বাচক প্রধানের দায়িত্ব নিয়েছিলেন। পরে তিনি চুক্তির মেয়াদ বাড়াতে অস্বীকৃতি জানান। আর তার পরিবর্তেই জয়সুরিয়াকে নেওয়ার কথা ভাবছে এসএলসি। এছাড়াও বোর্ড আরও কয়েকজন ক্রিকেটারের সঙ্গেও কথা বলেছেন। যদিও পছন্দের দিক দিয়ে এগিয়ে রয়েছেন জয়সুরিয়াই। এই পদে নিয়োগ প্রাপ্তির পর প্রথম কাজই হবে ইংল্যান্ড দলের আসন্ন সফরের জন্য দল নির্বাচন করা।
১১০টি টেস্ট, ৪৪৫টি ওয়ানডে এবং ২৬৪টি প্রথম শ্রেণির ম্যাচ খেলা জয়সুরিয়ার অভিজ্ঞতা দলের বেশ কাজে আসবে বলেই মনে করছে বোর্ড। যদিও এর আগে ২০১৪ সালে টি২০ বিশ্বকাপ জয়ী দলের প্রধান নির্বাচকের দায়িত্বেও ছিলেন তিনি। ২০১৫ সালে নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়াতে অনুষ্ঠিত বিশ্বকাপ শেষ হওয়ার আগ পর্যন্ত তিনি দুই বছর এই দায়িত্ব পালন করেছেন। পরে তিনি এই দায়িত্ব থেকে পদত্যাগ করেন।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহারে পিছিয়ে বাংলাদেশের নারীরা

জালভোট পড়লেই কেন্দ্র বন্ধ হবে : ইসি হাবিব

‘ডেঙ্গু আক্রান্তের সংখ্যা নিয়ে মেয়র তাপস মনগড়া বক্তব্য দিয়েছেন’

কানে উত্তাপ ছড়াচ্ছেন লাস্যময়ী ভাবনা

পশুর জন্য প্রাকৃতিক খাদ্যের উৎপাদন বাড়াতে হবে: প্রাণিসম্পদ মন্ত্রী

নরসিংদীতে বজ্রপাতে মা-ছেলেসহ নিহত ৪

জাতি-ধর্ম নির্বিশেষে কেউ যেন বৈষম্যের শিকার না হন : রাষ্ট্রপতি

রাঙামাটিতে ইউপিডিএফ কর্মীসহ দু’জনকে গুলি করে হত্যা

ওবায়দুল কাদেরের প্রশ্ন; সাংবাদিকরা বাংলাদেশ ব্যাংকে ঢুকবে কেন

ব্রাহ্মণবাড়িয়ায় লিচুর বাগান পরিচর্যায় ব্যস্ত মালিকরা, আশানুরুপ ফলনের আশা

প্রশংসার পর সমালোচনা, কানে আলোচনায় ঐশ্বরিয়া

তাইওয়ানের পার্লামেন্টে তুমুল হাতাহাতি (ভিডিও)