শনিবার, ৪ঠা মে, ২০২৪ খ্রিস্টাব্দ ২১শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ার বিশিস্ট ঠিকাদার, সংগঠক ফজলুল করিমের ইন্তেকাল॥ বিভিন্ন মহলে শোকের ছায়া

সংবাদদাতা ॥ ব্রাহ্মণবাড়িয়ার বিশিস্ট ঠিকাদার, সামাজিক সাংস্কৃতিক সংগঠনের অন্যতম সংগঠক ফজলুল করিম আর নেই। সোমবার দুপুরে শহরের মধ্যপাড়াস্থ বাসভবনে তিনি হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেন ( ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাহি রাজেউন)। মৃত্যুকালে উনার বয়স হয়েছিল ৬৫ বছর। সোমবার বাদ এশা মরহুমেসর নামাজে জানাজা শহরের শেরপুর ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হয়।

বিশিস্ট ঠিকাদার ফজলুল করিম ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সেবামূলক প্রতিষ্ঠানে সম্পৃক্ত থেকে অন্যবদ্য অবদান রেখে গেছেন। তিনি ব্রাহ্মণবাড়িয়া গণপূর্ত বিভাগের ঠিকাদার সমিতির সভাপতি , জেলা নাগরিক কমিটির সাবেক সাধারণ সম্পাদক, এপেক্স ক্লাবের জেলা গভর্ণর, ব্রাহ্মণবাড়িয়া সাহিত্য একাডেমী সহ বিভিন্ন সংগঠনের গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। ফজলুল করিমের মৃত্যুর খবরে শোকের ছায়া নেমে আসে বিভিন্ন মহলে । বিভিন্ন সংগঠন প্রতিষ্ঠান নেতৃবৃন্দ তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা ও মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেছেন।

এ জাতীয় আরও খবর