সোমবার, ১৩ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ ৩০শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

নাসিরনগরে অগ্নিদগ্ধ হয়ে স্কুল ছাত্রের মুত্যু ॥ ২ টি ঘরসহ ৬ লাখ টাকার মালামাল পুড়ে ছাই

1457690400ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি ॥ ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার গোর্কণ ইউনিয়নের জেঠাগ্রাম চটিপাড়ার নিরধন দেবের বাড়িতে অগ্নিকান্ডে নিরোধ দেবের ছেলে ও চর্তুথ শ্রেনীর ছাত্র দুখু দেব (১১) নামে স্কুল ছাত্র অগ্নিদগ্ধ হয়ে মারা গেছে। সাথে ২টি ঘর, নগদ ২ লাখ টাকা, ঘরে থাকা বিভিন্ন ফসলসহ প্রায় ৬ লাখ টাকার মালামাল ভস্মিভূত হয়েছে। তার চাচা অগ্নিদগ্ধ হয়ে নিরধন দেবকে (৭০) ব্রাহ্মণবাড়িয়া জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার রাতে ৮ টার সময় এঘটনা ঘটে। এলাকাবাসি ও ওই গ্রামের কৃষক আহত নিরধন দেব জানান, তার ঘরে কেরোসিনের বাতি থেকে আগুনের সূত্রপাত্র হয়। আগুনের লেলিহান শিখা চারিদিকে ছড়িয়ে পড়লে কেউ ঘর থেকে কিছুই বের করতে পারেনি। ঘরে শুয়ে থাকা তার ভাতিজা দুখু দেব ও তিনি নিজে অগ্নিদগ্ধ হলে প্রথমে নাসিরনগর পরে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে ভর্তি করে। রাতে দুখু দেবের অবস্থার অবনতি হলে আশংকাজনক ভাবে ঢাকা মেডিকেল হাসপাতালে ভর্তি পর গতকাল শুক্রবার সকালে মারা যায়। বর্তমানে ক্ষতিগ্রস্থ পরিবারটি এখন খোলা আকাশের নিচে শুধু চোখের পানি ফেলছে। গোর্কণ ইউপি চেয়ারম্যান এমএ হান্নান ঘটনার সত্যতা স্বীকার করে করেছেন।